বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের প্রস্তুতি চলছে। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে তফসিল এবং নির্বাচনে অংশ নিতে চাওয়া প্রার্থীদের খসড়া তালিকা।
২০২৩-২৪ মেয়াদে সমিতির নেতৃত্ব দিতে লড়বে দুটি প্যানেল। যার একটি কাজী হায়াৎ-শাহীন সুমন প্যানেল, অন্যটি মুশফিকুর রহমান গুলজার-জাকির হোসেন রাজু প্যানেল।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ ডিসেম্বর। মোট ভোটারসংখ্যা ৩৬৮ জন। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।
চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান আব্দুল লতিফ বাচ্চু, সদস্য সামসুল আলম এবং বি এইচ নিশান।
নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হায়াৎ এবং মুশফিকুর রহমান গুলজার। সহসভাপতি পদে আবুল খায়ের বুলবুল ও ছটকু আহমেদ এবং মহাসচিব পদে লড়বেন জাকির হোসেন রাজু ও শাহীন সুমন।
এ ছাড়া উপ-মহাসচিব পদে কবিররুল ইসলাম রানা-মো. সালাহ্উদ্দিন, কোষাধ্যক্ষ সায়মন তারিক-সেলিম আজম-হানিফ আকন দুলাল প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাংগঠনিক সচিব আনোয়ার সিরাজী-শাহীন কবির টুটুল, আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব নূর মোহাম্মদ মনি-রাজু আহাম্মেদ, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু-মোস্তাফিজুর রহমান বাবু, প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু-সাইফ চন্দন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাহী সদস্যদের পদ ১০টি। খসড়া প্রার্থী তালিকায় দুটি প্যানেল থেকে মোট ২২ জনের নাম রাখা হয়েছে। ১৭ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকায় ২০ জনের নাম প্রকাশ করা হবে।
নির্বাহী সদস্য পদে লড়বেন ইফতেখার জাহান, এম এ আউয়াল, এস ডি রুবেল, কমল সরকার, কামরুজ্জামান, জি সরকার, তারেক শিকদার, দেওয়ান নাজমুল, পল্লী মালেক, ফিরোজ খান প্রিন্স, বজলুর রাশেদ চৌধুরী, মনতাজুর রহমান আকবর, মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, রিয়াজুল রিজু, শাহ আলম কিরণ, শাহাদাৎ হোসেন লিটন, সাইদুর রহমান সাইদ, সোহানুর রহমান সোহান, হোসাইন আনোয়ার, হাবিবুল ইসলাম হাবিব।
বর্তমানে সমিতির সভাপতি পদে আছেন সোহানুর রহমান সোহান এবং মহাসচিব শাহীন সুমন।