কেজিএফ খ্যাত প্রবীণ কন্নড় অভিনেতা কৃষ্ণ জি রাও মারা গেছেন। বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
অভিনেতার মৃত্যুর বিষয়টি জানিয়ে পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বয়সজনিত অসুস্থতার কারণে অভিনেতাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
কেজিএফ: চ্যাপ্টার ওয়ান-এ অন্ধ বৃদ্ধের চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন কৃষ্ণ। পেয়েছিলেন ব্যাপক পরিচিত। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ভক্তরা।
তার মৃত্যু কেজিএফ-এর অফিশিয়াল টুইটারেও শোক প্রকাশ করা হয়েছে।
ಕೆಜಿಎಫ್ ಅಭಿಮಾನಿಗಳಿಂದ ತಾತ ಎಂದೇ ಕರೆಯಲ್ಪಡುತ್ತಿದ್ದ ಕೃಷ್ಣ ಜಿ ರಾವ್ ಅವರ ನಿಧನಕ್ಕೆ ಹೊಂಬಾಳೆ ಚಿತ್ರ ತಂಡದ ಸಂತಾಪಗಳು. ಓಂ ಶಾಂತಿ. pic.twitter.com/4goL6zVld0
— K.G.F (@KGFTheFilm) December 7, 2022কৃষ্ণা অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। বহু সিনেমায় সহ-অভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন। এ ছাড়া জানা যায়, কয়েক দশক ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি।