বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতের সেরা দশ অভিনেতা-অভিনেত্রীর শীর্ষে ধানুশ

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৫

আইএমডিবির তালিকায় এ বছর শীর্ষ জনপ্রিয় ১০ ভারতীয় অভিনেতা-অভিনেত্রীর শীর্ষে দক্ষিণী তারকা ধানুশ। সেরা দশের এ তালিকায় বলিউড অভিনেতাদের মধ্যে রয়েছেন একমাত্র হৃত্বিক রোশন। আর অভিনেত্রীদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বাকি সব তারকাই দক্ষিণী সিনেমার।

আইএমডিবির পেজ ভিজিটের ওপর ভিত্তি করে এ বছর শীর্ষ জনপ্রিয় ১০ ভারতীয় অভিনেতা-অভিনেত্রীর নাম প্রকাশ করেছে চলচ্চিত্র নিয়ে প্রসিদ্ধ সাইট ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি।

এই তালিকায় শীর্ষ রয়েছেন দক্ষিণী তারকা ধানুশ। বুধবার নিজেদের ভেরিফায়েড ইনস্টাগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছে আইএমডিবি ইন্ডিয়া।

সেরা দশের এ তালিকায় বলিউড অভিনেতাদের মধ্যে রয়েছেন একমাত্র হৃত্বিক রোশন। আর অভিনেত্রীদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বাকি সব তারকাই দক্ষিণী সিনেমার।

ধারাবাহিকভাবে এ তালিকায় রয়েছেন ১. ধানুশ, ২. আলিয়া ভাট, ৩. ঐশ্বরিয়া রাই বচ্চন, ৪. রাম চরণ, ৫. সামান্থা রুথ প্রভু, ৬. হৃতিক রোশন, ৭. কিয়ারা আদভানি, ৮. এন টি রামা রাও জুনিয়র, ৯. আল্লু অর্জুন ও ১০. যশ।

এই র‍্যাঙ্কিংয়ের প্রক্রিয়া নিয়ে তারা জানিয়েছে, ২০২২ সালে আইএমডিবি পেজে প্রতি সপ্তাহে যেসব তারকা ধারাবাহিকভাবে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে ছিলেন, তারাই রয়েছেন এ তালিকায়। আর এই র‍্যাঙ্কিং নির্ধারিত হয় প্রতি মাসে সারা বিশ্বে আইএমডিবির প্রকৃত পেজে দুই কোটি ভিজিটরের ওপর ভিত্তি করে।

এ বিভাগের আরো খবর