বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবার সম্মতি থাকলে ভারতীয় সিনেমা আসবে: তথ্যমন্ত্রী

  •    
  • ২ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৮

সিনেপ্লেক্সের উদ্বোধনকালে মন্ত্রীর পাশেই ছিলেন অভিনয়শিল্পী দম্পতি রাজ-পরী। তাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘এখানে রাজ-পরীকে দেখলাম। ওরা যদি রাজি হয়, ওদের কলিগরা যদি রাজি থাকে, তাহলে ভারতীয় সিনেমা আনতে আমার পক্ষ থেকেও কোনো আপত্তি নেই।’

সিনেমা সংশ্লিষ্ট সবার সম্মতি থাকলে বছরে ১০-১২টা ভারতীয় সিনেমা বাংলাদেশে আসতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

শুকবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্স উদ্বোধন কালে এ কথা বলেন তিনি।

সিনেপ্লেক্সে ভারতীয় সিনেমা প্রদর্শনের সুযোগ করে দেয়ার জন্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।

উদ্বোধনকালে মন্ত্রীর পাশেই ছিলেন অভিনয়শিল্পী দম্পতি রাজ-পরী। তাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘এখানে রাজ-পরীকে দেখলাম। ওরা যদি রাজি হয়, ওদের কলিগরা যদি রাজি থাকে, তাহলে ভারতীয় সিনেমা আনতে আমার পক্ষ থেকেও কোনো আপত্তি নেই।’

মন্ত্রী জানান, বিনিময়ের মাধ্যমে ভারতীয় সিনেমা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে। তবে শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, প্রদর্শক সমিতি যদি আপত্তি না করে, তাহলে সরকারের কোনো আপত্তি থাকবে না।

নিজে ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখনও সুচিত্রা সেনের সিনেমা দেখলে চোখে পানি চলে আসে।’

বক্তব্যের শেষে তিনি সিনেপ্লেক্সের ১০০টি শাখা চালু করার প্রত্যাশার কথা জানান।

এ বিভাগের আরো খবর