দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে যাচ্ছেন বলিউড কিং শাহরুখ খান। একসঙ্গে তিনটি সিনেমার কাজ করছেন তিনি। এর মধ্যে অন্যতম খ্যাতিমান নির্মাতা রাজকুমার হিরানির পরিচালিত ডাঙ্কি।
সম্প্রতি সিনেমাটির সৌদি আরবের শিডিউলের শুটিং শেষ করেছেন শাহরুখ। বুধবার এক ভিডিও বার্তায় এ তথ্য নিজেই জানিয়েছেন তিনি। সঙ্গে দেশটির আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন কিং খান।
ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিওতে শাহরুখ বলেন, ‘সৌদিতে ডাঙ্কির শুটিং শিডিউল শেষ করার চেয়ে সন্তোষজনক আর কিছু নেই। সৌদির সংস্কৃতি মন্ত্রণালয়কে বিশেষভাবে ধন্যবাদ, আমাদেরকে এমন বিশেষ দর্শনীয় স্থান, আশ্চর্যজনক ব্যবস্থা এবং উষ্ণ আতিথেয়তার জন্য। সবাইকে অনেক বড় শুকরান (ধন্যবাদ)।’
সঙ্গে সিনেমাটি পরিচালক রাজকুমার হিরানি ও কাস্টদেরও ধন্যবাদ জানান কিং খান।
View this post on InstagramA post shared by Shah Rukh Khan (@iamsrk)
অভিবাসন নিয়ে নির্মিত হচ্ছে ডাঙ্কি। এতে শাহরুখের সঙ্গে রয়েছেন তাপসী পান্নু।
সিনেমাটির প্রযোজক শাহরুখ পত্নী গৌরী খান। এর কাহিনি লিখেছেন অভিজাত জোশী, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলোন।
ডাঙ্কির আনুষ্ঠানিক ঘোষণা আসে চলতি বছর এপ্রিলে, আগামী বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাবে এটি।