লাইগার সিনেমার তহবিলের উৎসের তদন্তে তেলেগু সিনেমার সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার হায়দরাবাদে ইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন এই তারকা।
জিজ্ঞাসাবাদের পর মিডিয়ার সঙ্গে আলাপে বিজয় দেবেরাকোন্ডা বলেন, ‘আমি আজ সকালে এখানে এসেছি। তাদের কিছু স্পষ্ট হওয়ার প্রয়োজন ছিল এবং আমি তাদের সব প্রশ্নের উত্তর দিয়েছি। আপনারা আমাকে অনেক ভালোবাসা দেন, সেই ভালবাসা আমাকে জনপ্রিয়তা এবং খ্যাতি দেয়। আর সেই জনপ্রিয়তা আসে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে।
‘এই যেমন এটি একটি, কিন্তু এটা একটা অভিজ্ঞতা, এটাই জীবন এবং যখন আমাকে ডাকা হয়েছে তখন আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি এসে প্রশ্নের উত্তর দিলাম। কোনো অভিযোগ ছিল না, তাদের কিছু বিষয় স্পষ্ট হওয়ার দরকার ছিল।’
লাইগার-এ অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের বক্সিং লেজেন্ড মাইক টাইসনকে অর্থ প্রদানের বিষয়ে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) কোনো লঙ্ঘন হয়েছে কি না, তা জানতে এর আগে পরিচালক পুরী জগন্নাধ এবং অভিনেতা ও প্রযোজক চার্মি কৌরকেও জিজ্ঞাসাবাদ করে ইডি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের কংগ্রেস নেতা বাক্কা জুডসন ইডিতে অভিযোগ করেছিলেন যে বেশ কয়েকজন রাজনীতিবিদ কালোটাকা সাদা করতে ১২৫ কোটি রুপি সিনেমায় বিনিয়োগ করেছেন।
জল্পনা আছে এ কারণে লাইগার-এর সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীদের অর্থায়নের উৎস কোথায় তা জানতেই অনুসন্ধান করছে ইডি।