ছয় বছর পর বড় পর্দায় ফিরছে ফেলুদা। নতুন সিনেমাটির নাম হত্যাপুরী। গত ৩০ নভেম্বর প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেইলার।
সেখানে পাওয়া গেল নতুন ফেলুদাকে। হত্যাপুরী সিনেমায় ফেলুদা চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। বাংলা গোয়েন্দাগল্পের আইকনিক এই চরিত্রটিতে এবারই প্রথম অভিনয় করছেন তিনি।
শুধু ফেলুদা নয় পাল্টে গেছে জটায়ু, তোপসেও। জটায়ু চরিত্রে অভিজিত গুহ এবং তোপসে চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ দাস। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
সিনেমাটি পরিচালনা করেছেন সন্দীপ রায়। সিনেমাটির কাস্টিং নিয়ে দর্শকদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কারও পছন্দ হলেও চরিত্রাভিনেতাদের পছন্দ হয়নি অনেকেরই।
এ নিয়ে নির্মাতা সন্দীপ রায় ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘এই ফেলুদা অ্যান্ড কোম্পানি আমার তো দারুণ লেগেছে। জমজমাট টিমের জমজমাট ছবি। আশা করি ফেলুদা ভক্তদের ভালো লাগবে। তারা ভালোভাবেই গ্রহণ করবেন এই ছবি। টিজারের ফিডব্যাক তো ভালোই পেয়েছি, এখন দেখা যাক ট্রেইলার দেখে কেমন প্রতিক্রিয়া আসে।’
২৩ ডিসেম্বর মুক্তি পাবে হত্যাপুরী সিনেমা। পুরীতে হবে এবার রহস্যের সমাধান।