বড় পর্দায় কবে আসবেন নিশো? এ প্রশ্ন গত কয়েক বছরে অসংখ্যবার শুনতে হয়েছে জনপ্রিয় অভিনেতা নিশোর। উত্তরে নিশো সব সময় প্রস্তুতির কথা বলে এসেছেন। এবার সেই প্রস্তুতি নেয়া শেষ হয়েছে, বড় পর্দায় আসতে প্রস্তুত নিশো।
বড় পর্দায় নিশোর অভিষেক হবে পরাণ খ্যাত পরিচালক রায়হান রাফির হাত ধরে। নিশোকে নিয়ে সুড়ঙ্গ নামের সিনেমাটি নির্মাণ করবেন রাফি।
বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওজ লি: এর যৌথ প্রযোজনায় প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে সুড়ঙ্গ সিনেমাটি।
রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে নিশোর বিপরীতে থাকছেন অভিনেত্রী তমা মির্জা। সিনেমাটির চিত্রধারণ দ্রুতই শুরু হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আগামী বছরের কোনো একটা ঈদে সিনেমাটি মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞপ্তিতে আফরান নিশো বলেন, ‘আমরা খুব ক্যাজুয়ালি কাজটার জন্য চুক্তিবদ্ধ হয়নি। আমরা বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছি একটা ভালো কাজ করার জন্য। এর আগেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, কেউ কেউ এক সঙ্গে কাজ করেছি আবার কেউ কোনো কাজ করিনি।
‘বড় পর্দার জন্য আমার প্রথম চুক্তিবদ্ধ হওয়া। আলফা আইয়ের শাকিলের জন্যও এটা প্রথম কোনো বড় পর্দার কাজ। চরকি এর আগেও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দিয়েছে তবে যৌথভাবে কোনো সিনেমার জন্য এই প্রথম। অঙ্কটা মেলাতে চাই এভাবে- আমি, আলফা আই, চরকি, রাফি, তমা সবাই একত্রিত হয়েছি বিগ স্ক্রিনের জন্য।’
অভিনেতা নিশো আরও বলেন, ‘স্ক্রিপ্ট, গল্প, শুটিং সবকিছু খুব ভালোভাবে হলে একটা ভালো কাজ আমরা দিতে পারবো। আমাদের ডেডিকেশন, মেধা, একাগ্রতা নিয়ে যদি আমরা চেষ্টা করি তাহলে কাজটা বৃথা যাবে না।’
চিত্রনায়িকা তমা মির্জা বলেন, ‘করোনার পরে আবার বড় পর্দার জন্য কাজ করতে যাওয়াটা আনন্দের। সেই সঙ্গে আমার সব থেকে কাছের মানুষ ও বন্ধু রাফির সঙ্গে কাজ করাটাও আমার প্রাপ্তি।
‘আর শুধু তো রাফি, আমি না, নিশো ভাইয়ের মত কো-আর্টিস্ট! এটা চিন্তাই করা যায় না। অনেকের ড্রিম থাকে নিশো ভাইয়ের সঙ্গে কাজ করার। তো সে জায়গা থেকে নিশো ভাইয়ের সঙ্গে বড় পর্দায় কাজ করার এবং তার ফার্স্ট মুভিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা, আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিংস।’
পরিচালক রায়হান রাফি বলেন, ‘সুড়ঙ্গ আমার আরেকটা বড় ও স্বপ্নের কাজ হতে যাচ্ছে। এটার গল্প আমি বেশ আগে ভেবেছিলাম। চরকিকে প্রথম থেকেই আমি বলেছি যে সুড়ঙ্গ বড় পর্দার জন্যই আমি বানাতে চাই। ধীরে ধীরে যুক্ত হলেন শাহরিয়ার শাকিল। নিশো ভাইকে বছর খানেক আগে আমি গল্পটা শুনিয়েছিলাম। উনি শুনে পছন্দ করেন। সেই সঙ্গে যুক্ত হলেন তমা মির্জা। কাজটা নিয়ে এখন আমরা পরিকল্পনা করছি, জলদি শুটিং শুরু হবে।’
আলফা আই স্টুডিওজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘সুড়ঙ্গ আমার জন্য এটা একটা বড় ঘটনা। রায়হান রাফির পরিচালনা, নিশোর প্রথম সিনেমা সেই সঙ্গে তমা মির্জা, দুর্দান্ত একটা প্যাকেজ হবে সিনেমাটি। দর্শকেরও উত্তেজনা তুঙ্গে থাকবে। কারণ অনেকগুলো ব্যাপার একসঙ্গে ঘটতে যাচ্ছে। আমি তো এক্সাইটেড, এর পাশাপাশি রেসপন্সিবিলিটি বেশি মনে হচ্ছে। সব মিলিয়ে সিনেমাটা ঠিকঠাক তৈরি করা এবং দর্শকের কাছে পৌঁছে দেয়া একটা দায়িত্বের জায়গায় চলে গেছে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি বাংলদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা বড় উদ্যোগ নিয়েছে। চরকি প্রতিবছর বড় সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত থাকবে। সেই ধারাবাহিকতায় সুড়ঙ্গ এর সঙ্গে চরকির যুক্ত হওয়া।’