কন্যা রাহার গর্বিত বাবা হওয়ার জন্য বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে অভিনন্দন জানিয়েছে বিখ্যাত স্প্যানিশ ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা।
গত বৃহস্পতিবার রাতে মেয়ের নাম জানিয়ে ইনস্টাগ্রামে ছবিসহ একটি পোস্ট করেন আলিয়া। সেই ছবিতে মেয়েকে পুরোপুরি দেখা না গেলেও বোঝা যায়, তাকে সামলাতেই ব্যস্ত এ তারকা দম্পতি।
ছবিটিতে নেটিজেনদের কাছে সবচেয়ে লক্ষ্যনীয় বিষয় ছিল বার্সেলোনার জার্সি। দেয়ালে ফ্রেম করে টাঙানো সেই জার্সিতে লেখা তারকা দম্পতির মেয়ের নাম।
বিষয়টি নজর এড়ায়নি বার্সেলোনা ক্লাবের কৃর্তপক্ষের। এরপর সেই ছবিটিসহ নিজেদের অফিশিলায় টুইটারে একটি পোস্ট করেছে ক্লাবটি।
আলিয়াকে ট্যাগ করে সেই পোস্টের ক্যাপশনে লেখা, ‘অভিনন্দন আলিয়া ও রণবীর কাপুর! একজন নতুন বার্সা ভক্তের জন্ম হয়েছে। বার্সেলোনায় আপনাদের সবার সঙ্গে দেখা করার তর সইছে না আমাদের।’
Congratulations, @aliaa08 & Ranbir Kapoor!! A new Barça fan is born 👶. We can’t wait to meet you all in Barcelona. pic.twitter.com/Lef3P4DPe2
— FC Barcelona (@FCBarcelona) November 25, 2022চলতি মাসে ৬ তারিখে কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন রণবীর-আলিয়া। এরপর ২৪ তারিখ রাতে মেয়ের নাম প্রকাশ করে আলিয়া।
প্রায় পাঁচ বছর সম্পর্কের পর চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি। বিয়ের দুই মাসের মাথায় ভক্তদের চমকে দিয়ে মা হতে চলার খবর জানান আলিয়া।