অমিতাভ বচ্চনের অগ্নিপথ, সালমান খান-ঐশ্বরিয়ার হাম দিল দে চুকে সানাম, ভুল ভুলাইয়া, মিশন মঙ্গল, হিচকি, আইয়ারি, ব্যাং ব্যাং-এর মতো সিনেমার অভিনেতা বিক্রম গোখলে মারা গেছেন।
শনিবার পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর। সংবাদটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএনআই।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। গত ১৮ দিন পুণের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন বিক্রম। গত বুধবার সন্ধ্যায় হঠাৎ করেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়।
কোমায় চলে গিয়েছিলেন অভিনেতা। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। ছড়িয়ে পড়েছিল মৃত্যুর ভুয়া খবরও।
বিক্রম গোখলে অভিনয়ের পাশাপাশি ছিলেন পরিচালকও। পুনেতে অ্যাক্টিং অ্যাকাডেমি রয়েছে তার।
১৯৭১ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু। প্রথম সিনেমা পরওয়ানা। হিন্দির পাশাপাশি মরাঠি সিনেমাতেও দাপুটে ছিলেন তিনি।