বলিউড সিনেমার মন্দার বাজারে বক্স অফিসে ঝড় তুলেছে অজয় দেবগণের দৃশ্যম টু। সাত দিনে সিনেমাটি ১০০ কোটি রুপির বেশি উপার্জন করেছে।
গত শুক্রবার মুক্তি পেয়েছে দৃশ্যম টু। বৃহস্পতিবার ছিল মুক্তির সপ্তম দিন। এক সপ্তাহে ১০৪ কোটি ৬৬ লাখ রুপি সংগ্রহ করেছে সিনেমাটি।
ভারতীয় চলচ্চিত্র চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী দিনে সিনেমাটির সংগ্রহ ছিল ১৫ কোটি ৩৮ লাখ রুপি এবং বৃহস্পতিবার ৮ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে।
বক্স অফিস রিপোর্ট শেয়ার করে এক টুইটে প্রতিদিনের সংগ্রহের তথ্যও দিয়েছেন তরণ আদর্শ।
উদ্বোধনী দিন শুক্রবার সিনেমাটির সংগ্রহ ছিল ১৫ কোটি ৩৮ লাখ রুপি, শনিবার ২১ কোটি ৫৯ লাখ, রোববার ২৭ কোটি ১৭ লাখ, সোমবার ১১ কোটি ৮৭ লাখ, মঙ্গলবার ১০ কোটি ৪৮ লাখ, বুধবার ৯ কোটি ৫৫ লাখ এবং সপ্তাহান্তে বৃহস্পতিবার ৮ কোটি ৬২ লাখ রুপি সংগ্রহ করেছে।
#Drishyam2 is 💯 NOT OUT… Packs a SOLID SCORE in Week 1… TERRIFIC weekend, SUPER-STRONG weekdays… All eyes on Weekend 2… Fri 15.38 cr, Sat 21.59 cr, Sun 27.17 cr, Mon 11.87 cr, Tue 10.48 cr, Wed 9.55 cr, Thu 8.62 cr. Total: ₹ 104.66 cr. #India biz. pic.twitter.com/1UhC9E6Uah
— taran adarsh (@taran_adarsh) November 25, 2022২০১৩ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ভারতীয় মালায়ালাম ভাষায় ক্রাইম থ্রিলার দৃশ্যম। পরে ২০১৫ সালে বলিউডে মুক্তি পায় এর অফিশিয়াল রিমেক।
দৃশ্যম টুর পোস্টারে অজয় দেবগণ, টাবু ও অক্ষয় খান্না। ছবি: সংগৃহীত
অজয় দেবগণ, টাবু, শ্রিয়া শরণ, ইশিতা দত্ত অভিনীত সিনেমাটির হিন্দি রিমেক ব্যাপক সাড়া ফেলেছিল সে সময়।
দৃশ্যম দেখে মুগ্ধ হননি এমন দর্শক পাওয়া কঠিন। দর্শকদের বহুল প্রতীক্ষার পর ১৮ নভেম্বর মুক্তি পায় দৃশ্যম টু। এই পর্বে গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত হয়েছেন অক্ষয় খান্না।