বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট চলতি মাসের ৬ তারিখে কন্যা সন্তানের মা হয়েছেন। এর ১৭ দিন পর বৃহস্পতিবার রাতে মেয়ের নাম জানিয়েছেন তিনি।
এ দিন রাতে ইনস্টাগ্রামে স্বামী রণবীর কাপুরের সঙ্গে ঘোলা একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে মেয়েকে পুরোপুরি দেখা না গেলেও বোঝা যায়, তাকে সামলাতেই ব্যস্ত এ তারকা দম্পতি।
ছবিটির ক্যাপশনে আলিয়া জানান, মেয়ের নাম রাখা হয়েছে রাহা। নামটি মেয়ের দাদি অর্থাৎ রণবীর কাপুরের মা নীতু কাপুর রেখেছেন। সঙ্গে জানিয়ে দিয়েছেন নামের অর্থও।
অভিনেত্রী লিখেন, ‘রাহা নামের (তার জ্ঞানী ও চমৎকার দাদির ঠিক করা) অনেক সুন্দর অর্থ রয়েছে। রাহার বিশুদ্ধতম অর্থ ঐশ্বরিক পথ, সোয়াহিলিতে এর অর্থ জয়, সংস্কৃতে রাহা একটি গোষ্ঠী, বাংলায় বিশ্রাম, আরাম, স্বস্তি, আরবিতে-শান্তি, এর মানে সুখ, স্বাধীনতা এবং আনন্দ বোঝায়।’
সেই সঙ্গে মেয়ের উদ্দেশে আলিয়া লেখেন, ‘ধন্যবাদ রাহা আমাদের পরিবারকে প্রাণবন্ত করার জন্য। মনে হয় যেন আমাদের জীবন সবেমাত্র শুরু হয়েছে।’
View this post on InstagramA post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)
প্রায় পাঁচ বছর সম্পর্কের পর চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। এরপর ভক্তদের চমকে দিয়ে বিয়ের দুই মাসের মাথায় মা হতে চলার খবর জানান আলিয়া।