বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতীয় উৎসবে বাংলাদেশের সিনেমা দেখতে দর্শকের ভিড়

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ নভেম্বর, ২০২২ ১৯:১৯

সাঁতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন বৃহস্পতিবার দুপুরে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় সাঁতাও এর সাথে এক টুকরো বাংলাদেশ। আজকে (বৃহস্পতিবার) সাঁতাও চলচ্চিত্রটি প্রথম বিশ্ববাসী সামনে সফল ভাবে প্রদর্শিত হলো।’

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশ থেকৈ রয়েছে চারটি সিনেমা।

যার একটি সিনেমা করছে প্রতিযোগিতা; আর বাকি তিনটি প্রদর্শিত হবে নন-কমপিটিশন বিভাগের সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে।

২৪ নভেম্বর সকাল ৯টায় সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হয়েছে সাঁতাও সিনেমাটি। একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হয়েছে পাতালঘর সিনেমা। দুটি সিনেমাই দেখানো হয়েছে আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ।

পাপ-পুণ্য সিনেমাটি দেখানো হবে ২৫ নভেম্বর আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ সকাল ৯টায়।

সিনেমা তিনটির অভিনয়শিল্পী ও কলাকুশলীরা উৎসবে অংশ নিতে অবস্থান করছেন ভারতের গোয়ায়। সেখান থেকেই তারা ছবি এবং স্ট্যাটাস শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সাঁতাও সিনেমা দেখতে দর্শকদের লাইন। ছবি: সংগৃহীত

সাঁতাও সিনেমার পরিচালক খন্দকার সুমন বৃহস্পতিবার দুপুরে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় সাঁতাও এর সাথে এক টুকরো বাংলাদেশ। আজকে (বৃহস্পতিবার) সাঁতাও চলচ্চিত্রটি প্রথম বিশ্ববাসী সামনে সফল ভাবে প্রদর্শিত হলো। ভেবেছিলাম সকাল ৯টায় দর্শক কম হবে। কিন্তু বিস্ময়ের বিষয় হচ্ছে শো হাউজ ফুল ছিল। অনেকেই টিকিট পায়নি। আগামী ২৭ জানুয়ারি ২০২৩ বাংলাদেশ দেখবে।’

সুমনের পোস্ট করা ছবিতে আফসানা মিমি, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, আবু শাহেদ ইমনসহ অনেককেই দেখা গেছে।

অভিনেত্রী নুসরাত ফারিয়াও একটি ছবি পোস্ট করেছেন তার ফেসবুক পেজে। সেখানে দেখা যাচ্ছে আফসানা মিমি, নুসরাত ফারিয়া ও আবু শাহেদ ইমনের হাতে ক্রেস্ট।

ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে পাতালঘর’। মূলত পাতালঘর সিনেমাটি প্রদর্শিত হওয়ার পর সিনেমাটির অভিনয়শিল্পী ও প্রযোজকের হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

আইএফএফআই এর ৫৩তম আসর এটি। ভারতের গোয়ায় ২০ থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

উৎসবে বাংলাদেশের একটি সিনেমা প্রতিযোগিতা করছে আইসিএফটি-ইউনেস্কো গান্ধি মেডেল অ্যাওয়ার্ড বিভাগে। সিনেমাটির নাম নকশি কাঁথার জমিন।

টিএম ফিল্মসের ব্যানারে ফারজানা মুন্নির প্রযোজনায়, হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আকরাম খান। সিনেমাটি ২০১৮–১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। এতে অভিনয় করেছেন জয়া আহসান।

এ বিভাগের আরো খবর