কাতার বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে রোববার। এখন ফুটবল জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। শুধু কাতার নয়, জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশে চলছে বিশ্বকাপ উন্মাদনা। পিছিয়ে নেই বাংলাদেশিরাও।
ব্রাজিল, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের পতাকা আর জার্সিতে নিজেদের রাঙিয়ে তুলছেন দেশের সমর্থকরা। খেলা দেখার জন্য বুঁদ হয়ে আছেন দেশের কোটি ফুটবল অনুরাগী।
কোন টিভিতে কোন ম্যাচ দেখাবে, তা নিয়ে আগ্রহের কমতি নেই তাদের। অবসান হচ্ছে দর্শকদের উদ্বিগ্নতার। কাতার বিশ্বকাপ-২০২২ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। উদ্বোধনী অনুষ্ঠানসহ সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে জাতীয় এই গণমাধ্যম।
শনিবার বিটিভির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। থাকছে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে খেলা-সংক্রান্ত বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠানও।