আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাই-এর দুবাই কার্যালয় পরিদর্শন করেছেন জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ-এর শিল্পী জুনায়েদ ইভান। সেসময় স্পটিফাইর স্টুডিওতে লাইভ গানও করেছেন তিনি।
দুবাইয়ে অবস্থিত প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার উপস্থিত হন ইভান।
উষ্ণ অভ্যর্থনায় কার্যালয় পরিদর্শনের পাশাপাশি তার সংগীত জীবনের নানা দিক নিয়ে আলোচনা হয়। এসময় নির্মাণ করা হয় একটি বিশেষ প্রোমোশনাল কন্টেন্ট। শুধু তাই নয়, অ্যাশেজের সঙ্গে বছরব্যাপী নতুন কিছু চমকলাগা প্রজেক্টও করতে আগ্রহী হয় স্পটিফাই।দুবাই কার্যালয়ে ইভানকে সঙ্গ দেন স্পটিফাইয়ের প্রথম দুই বাংলাদেশি হিসেবে কর্মরত আর্টিস্ট অ্যান্ড লেবেল পার্টনারশিপ কো অর্ডিনেটর মো. একরামুজ্জামান একরাম ও এডিটোরিয়াল কো অর্ডিনেটর মীর রাসেল আহমেদ।
দুবাই থেকে ইভান জানান, ‘সম্প্রতি আমার ব্যান্ড ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে স্পটিফাই কর্তৃপক্ষ। সে সূত্রেই দুবাইয়ে তাদের আমন্ত্রণে আসা। দারুণ একটা সময় কেটেছে। বাংলাদেশে স্পটিফাই-এর নতুন যাত্রায় প্রথমেই আমাকে সঙ্গী করায় আমি গর্বিত ও আনন্দিত। তাদের সঙ্গে বেশ কিছু চমকলাগা প্রজেক্টে কাজ করতে যাচ্ছি। ২০২৩ সালজুড়ে আমিসহ বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কী ধরনের পরিকল্পনা রয়েছে তা নিয়ে জানায় আমাকে তারা। সেই ধারাবাহিকতায় আমার ব্যান্ড অ্যাশেজ-এর সঙ্গে পৃথকভাবে কিছু কাজ করতে আগ্রহী তারা।’
শুধু তাই নয়, আসছে নতুন বছর বাংলাদেশের নতুন নতুন মিউজিক্যাল ইভেন্টগুলোতেও সহযোগী হিসেবে স্পটিফাই যুক্ত হবে বলে জানান তিনি। বলেন, ‘এটি দেশের সংগীতাঙ্গনের জন্য আনন্দের খবর।’
বাংলাদেশে প্রায় এক বছর হলো যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক এ মিউজিক প্লাটফর্ম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা হয়েছে স্পটিফাই বাংলাদেশের পেজ। দুবাইয়ে অবস্থিত কার্যালয়টির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও সাউথ এশিয়ায় তাদের কার্যক্রম পরিচালিত হয়।