বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসব পাত্তা দেয়ার সময় নাই: মিথিলা

  •    
  • ১৬ নভেম্বর, ২০২২ ১৪:৫৩

শনিবার সৃজিত ও মিথিলা কাছাকাছি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন বলে সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম।

তারকা দম্পতি সৃজিত-মিথিলার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে চলছে জল্পনা। তাদের সংসারে নাকি ভাঙনের সুর! ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ নিয়ে চলছে চর্চা।

শনিবার সৃজিত ও মিথিলা কাছাকাছি সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন বলে সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম।

অভিনেত্রী নিজের কিছু ছবি পোস্ট করে লেখেন, ‘কীভাবে জানবে যে প্রেমটা সত্যি? কীভাবে জানবে যে এ প্রেম ন্যায্য? এই প্রেম আর নেই এটা জানার আগে তুমি কতদূর যেতে পারো?’

মিথিলার পোস্টের কয়েক মিনিট পরেই সৃজিতের পোস্ট। কলকাতার এই পরিচালক লিখেছেন, ‘এখানে রাগের কিছু নেই। দোষ দেয়ারও প্রয়োজন নেই। প্রমাণ করারও কিছু নেই। সবকিছু একই রয়েছে। সৈকতে শুধুমাত্র একটি গাছ দাঁড়িয়ে। একা। বিদায় অ্যাঞ্জেলিনা। আকাশ কাঁপছে... এবার আমার বিদায় নিতে হবে।’

স্বামী-স্ত্রীর এমন কথামালায় উদ্বিগ্ন নেটিজেনরা নানা রকম মন্তব্য করছেন পোস্ট দুটির মন্তব্যের ঘরে।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে মিথিলার সঙ্গে যোগাযোগ করে নিউজবাংলা। বেশি কিছু বলেননি মিথিলা। শুধু বললেন, ‘এসব আজেবাজে জল্পনা পাত্তা দেয়ার সময় আমার নাই ভাই। আমি কাজে অনেক ব্যস্ত।’

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেয়েকে নিয়ে থাইল্যান্ডে আছেন রাফিয়াথ রশিদ মিথিলা। আর সৃজিত কেরালায় ব্যস্ত দৃশ্যধারণের কাজে।

এ বিভাগের আরো খবর