সিনেমা অপারেশন সুন্দরবন মুক্তির পর ৫০তম দিন স্পর্শ করেছে। দিনটিকে উদযাপন করতে শনিবার বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সমবেত হয়েছিলেন সিনেমার কলাকুশলীরা।
আয়োজনে অভিনেতা রিয়াজ বলেন, ‘আজ (শনিবার) সিনেমাটি মুক্তির ৫০তম দিনে এখানে দাঁড়িয়ে কথা বলছি। আমি ১০০তম দিনেও এখানে এসে দাঁড়াতে চাই এবং আমার মনে হচ্ছে সেটি সম্ভব হবে।’
দিনটিকে নিজের জন্য অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন অপারেশন সুন্দরবন সিনেমার পরিচালক দীপঙ্কর দীপর। তিনি বলেন, ‘সিনেমাটির ৫০ তম দিনদিকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই। আমি মনে করি, আজকের দিন একজন নির্মাতার ইন্ডাস্ট্রিতে টিকে যাবার দিন।’
অভিনেতা সিয়াম বলেন, ‘সিনেমাটা মুক্তির আগে আমরা এক্সাইটেড ছিলাম। ধারণা করছিলাম, সিনেমাটা হয়তো ভালোর দিকে যাবে। সেটা প্রমাণ হয়েছে। সিনেমাটি ৫০ দিন চলেছে, সব ঠিক থাকলে ১০০ দিনও পার করবে সিনেমাটি।’
র্যাবকে ধন্যবাদ দিয়ে সিয়াম আরও বলেন, ‘র্যাব এমন একটি সিনেমার সঙ্গে ছিল, তারা দর্শকদের সেই সুযোগটা করে দিয়েছে। সিনেমাটা সবাই মিলে দেখা যায়। শহর ও গ্রামের দর্শকদের একইভাবে ভাবায় এবং বিনোদিত করে।’
অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘অপারেশন সুন্দরবন এমন একটা সিনেমা, যেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, তারপরও সিনেমাটা হিট। আজকে দর্শকদের প্রতিক্রিয়ার ভিডিও দেখে মনে হচ্ছে, এটা লম্বা রেসের ঘোড়া।’
অনুষ্ঠানে ‘পর্দায় না বলা গল্প’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। যেখানে অপারেশন সুন্দরবন সিনেমা নির্মাণের অনেক না বলা গল্প বলা হয়েছে। ফরচুন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বইটির সম্পাদনা করেছেন খাইরুল বাবুই।
বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ আয়োজনে বলেন, ‘পৃথিবীর সব দেশেই ফোর্স নিয়ে ফিকশন হয়। আমাদের দেশে এর দ্বার বন্ধ। আমাদের দেশে সামরীক বাহিনীকে নিয়ে কোনো নাটক সিনেমা করতে পারিনি।’
মামুনুর রশীদ আরও বলেন, ‘আমি অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে বলেছিলাম, স্বাধীন বাংলাদেশে আমি আমার সেনাবাহিনীর পোশাক পরে অভিনয় করতে পারিনা, কোনো গল্প লিখতে পারিনা। এ সুযোগটা তৈরি হওয়া দরকার।’
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন তার বক্তব্যে তার সহযোদ্ধা, সাংবাদিক, সিনেমার কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রেক্ষাগৃহে গিয়ে যারা অপারেশন সুন্দরবন দেখেছেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ২০ জনকে বাছাই করে আইফোন ১৪ দেয়ার ঘোষণা দিয়েছিল ফরচুর গ্রুপ।
আয়োজনে জানানো হয় র্যাফেল ড্র-টি হবে ১৮ নভেম্বর, ৪টায়, রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্ট্রাল কোর্টে।