স্বামী শরিফুল ইসলাম রাজ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে চিত্রনায়িকা পরীমনি যে ইঙ্গিত ও অভিযোগ করেছেন, সে বিষয়ের সমাধান তাদের নিজেদেরই করতে বলেছেন নায়ক জায়েদ খান। এসব ঘটনা ফেসবুকে এসে জানানোর মতো কিছু না বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার রাতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদিন মিলনায়তনে ‘গ্রেটার ময়মনসিংহ এসএসসি-৯২ ব্যাচ’ আয়োজিত নবান্ন উৎসবে সাংবাদিকদের প্রশ্নে এ প্রসঙ্গে কথা বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক।
মিম ও পরীমনির উদ্দেশে জায়েদ বলেন, ‘তোমাদের এ বিষয়গুলো যেন নিজেদের মধ্যে এবং ঘরের মধ্যেই শেষ হয়ে যায়। এটা নিয়ে যেন বাইরে আর কিছু না আসে। না হলে শিল্পীদের সম্মান কমবে, বাড়বে না।’
তিনি বলেন, ‘শিল্পীদের ব্যক্তিজীবন থাকবেই। কিন্তু সেটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে জানানোর পক্ষপাতী আমি না। আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমি কখনো ফেসবুকে লাইভে এসে তা বলিনি।
‘কারণ এটা মানুষ হাসানো ছাড়া আর কোনো সমাধান দিতে পারবে না। শিল্পীদের নিজেদের যে ব্যক্তিগত সমস্যা, সেটা আলোচনার মাধ্যমে বেডরুমেই শেষ করে দেওয়া উচিত।’
আলোচিত নায়িকা পরীমনি গত বুধবার মধ্যরাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরিচালক রায়হান রাফি, শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিমের ওপর ক্ষোভ ঝাড়েন। ওই স্ট্যাটাসের জবাব হিসেবে মিমও ফেসবুকে স্ট্যাটাস দেন পরদিন।
এরপর স্বামী শরিফুল রাজ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে বৃহস্পতিবার রাতে আবারও স্ট্যাটাস দেন পরীমনি। এতে রাজ ও মিমের ‘অতি মাখামাখি’ পছন্দ করছেন না বলে জানান তিনি।
রাজের উদ্দেশে পরী লেখেন, ‘এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই, এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যাবসায়িক ছুতোয় আলাপ চলে রাত-দিন। বিশ্বাস করো, তোমাদের এই মাঝ রাত্তিরের ফোনালাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারা রাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো।’
দুই দিন ধরে নীরব থাকা রাজ শুক্রবার বলেছেন, স্ট্যাটাসের বিষয়ে তিনি কিছু বলবেন না। পরীমনিকেই বরং এটা নিয়ে জিজ্ঞেস করা উচিত।
এমন প্রেক্ষাপটে সহকর্মীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দিলেন একসময়ের চলচ্চিত্র শিল্পী সমিতির অভিভাবক অর্থাৎ সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান।