দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র কুড়া পক্ষীর শূন্যে উড়া।
মুক্তির আগে গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার শো। সেখানে অতিথিদের প্রশংসা পেলেও মুক্তি নিয়ে বেশ সংশয়ে ছিলেন নির্মাতা মুহাম্মদ কাইউম।
একটু অন্য ধরনের সিনেমা হলেই প্রেক্ষাগৃহ মালিকরা নিতে চান না বলে হতাশা প্রকাশ করেছিলেন তিনি।
তার এমন হতাশা ও সংশয়ের মধ্যেই অবশেষে গত ৪ নভেম্বর শুধুমাত্র রাজধানী স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি।
এর এক সপ্তাহ পর শুক্রবার চট্টগ্রামের কাজীর দেউড়ির সুগন্ধা সিনেমা হলেও মুক্তি পেয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া।
শুধু তাই নয় আগামী সপ্তাহে নারায়ণগঞ্জেও সিনেমাটি মুক্তি পাবে বলে নিউজবাংলাকে জানান নির্মাতা মুহাম্মদ কাইউম।
তিনি বলেন, ‘এক সপ্তাহ স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি চলেছে। গতকাল ছিল সেখানে লাস্ট শো। অনেক দর্শক যে দেখেছে তা বলব না, তবে যারাই দেখেছেন সবাই সিনেমাটির প্রশংসা করেছেন। আর অনেকদিন ধরেই চট্টগ্রামে যোগাযোগ করছিলাম, এরই মধ্যে তারাও কনফার্ম করে এবং আজকে থেকে সেখানে চলছে।’
সিনেমাটির মুক্তি নিয়ে যেখানে সংশয়ে ছিলেন সেখানে নতুন করে আশার আলো দেখছেন নির্মাতা।
তিনি বলেন, ‘আমরা ঢাকার বাইরে আরও কিছু প্রেক্ষাগৃহের সঙ্গে যোগাযোগ করছি, দেখা যাক। এ ছাড়া স্টার সিনেপ্লেক্সও আমাদেরকে বলেছে আগামী সপ্তাহে থেকে আবার তারা দেখানোর চেষ্টা করবে।’
হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের গল্পগাথায় নির্মিত এই সিনেমাটি পুরোটাই চিত্রায়ন হয়েছে দেশের বৃহত্তর হাওর অঞ্চল সুনামগঞ্জে।
এতে প্রধান দুই চরিত্রের অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ ও উজ্জ্বল কবির হিমু। এছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, সুমী ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলমসহ অনেকে।