ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের পুবাইলের বাড়িতে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। অজ্ঞাতপরিচয় চোরেরা বাড়িতে থাকা পুরোনো একটি অচল জেনারেটর চুরির চেষ্টা করে ব্যর্থ হন বলে জানিয়েছেন ওই বাড়ির দায়িত্বে থাকা ম্যানেজার সম্রাট।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গাজীপুরের পুবাইলের হাড়িবাড়ীরটেক এলাকায় শাকিব খানের ‘জান্নাত’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। তবে এ ঘটনায় বেশ কয়েকটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে বলে উল্লেখ করে সংবাদ প্রকাশিত হয়।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান, শাকিব খানের বাড়ির ম্যানেজার সম্রাট ও প্রত্যক্ষদর্শী স্থানীয় আজম চুরির চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. জাহিদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাত ২টার দিকে শাকিব খানের বাড়িতে হামলা ও ডাকাতি হয়েছে, মোবাইল ফোনে এমন তথ্য জানিয়ে বেশ কয়েকটি কল আসে। তাৎক্ষণিক পুবাইল থানা পুলিশের একটি দল ও আমি ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু সেখানে ডাকাতি কিংবা হামলার কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে বাড়িতে থাকা পুরোনো অচল একটি জেনারেটর চুরির চেষ্টার আলামত পাওয়া গেছে। তবে চোরেরা চুরি করতে না পেরে সেটি ফেলেই পালিয়ে যায়।’
নায়ক শাকিব খানের পুবাইলের বাড়িতে পুরোনো একটি অচল জেনারেটর চুরির চেষ্টা করে ব্যর্থ হয়। ছবি কোলাজ: নিউজবাংলা
তিনি জানান, স্থানীয় আজম নামের এক ব্যক্তি শাকিব খানের বাড়ির ভেতরে একটি আমগাছে তিনজন ব্যক্তিকে দেখতে পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয় এবং শাকিব খানের বাড়িতে থাকা লোকজনকে ডাকাডাকি করে। একপর্যায়ে কারও সাড়াশব্দ না পেয়ে কয়েকজন দেয়াল টপকে ভেতরে ঢুকে দেখেন বাড়িতে থাকা অচল একটি জেনারেটর রশি দিয়ে আমগাছের সঙ্গে বাঁধা। পরে ওই বাড়ির ম্যানেজার সম্রাট ও নিরাপত্তাকর্মী ফিরোজকে ডেকে তোলা হয়।
ওসি জাহিদুর রহমান আরও জানান, ঘটনাস্থলে গিয়ে বাড়ির বাউন্ডারির বাইরে একটি রেঞ্জ ও কয়েকটি জুতা পড়ে থাকতে দেখা যায়। বাড়িটিতে কোনো সিসি ক্যামেরা এবং বাউন্ডারি দেয়ালে কোনো কাঁটাতার নেই। শুটিং স্পটের জন্য বাড়িটি ব্যবহৃত হলেও দীর্ঘদিন যাবৎ সেখানে কোনো শুটিংও হয় না।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আজম বলেন, “আমি পাথরের ব্যবসা করি। রাত দেড়টার দিকে দুই ট্রাক পাথর নামিয়ে বাড়ি ফেরার সময় শাকিব খানের বাড়ির ভেতরের আমগাছ থেকে শব্দ পাই। তখন মোবাইলের টর্চ লাইট মারলে আমগাছে তিনজনকে দেখতে পাই। এ সময় তারা আমাকে হুমকি দেয়, ‘তুই কিন্তু কিছু বলবি না, কাউকে ডাকাডাকি করবি না, যদি করিস তোরে মেরে ফেলব।"
তাৎক্ষণিক আমি বাড়ির দেয়ালে লাগানো ম্যানেজার সম্রাটের মোবাইল নম্বরে ফোন করি। বেশ কয়েকবার ফোন করার পরও ফোন রিসিভ না করলে স্থানীয় লোকজনকে নিয়ে বাড়ির দেয়াল টপকে ভেতরে ঢুকে বাড়িতে থাকা সবাইকে ডেকে তুলি।
এ বিষয়ে শাকিব খানের বাড়ির দায়িত্বে থাকা ম্যানেজার সম্রাট বলেন, ‘রাত দেড়টার দিকে বাড়িতে একদল দুর্বৃত্ত হানা দেয়, যা প্রতিবেশী আজম নামের এক ব্যক্তি দেখে ফেলেন। দুর্বৃত্তরা বাড়িতে থাকা জেনারেটর ও মূল্যবান মালামাল চুরির চেষ্টা করে। তবে স্থানীয়রা দেখে ফেলায় এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে চলে আসায় তারা পালিয়ে যায়। এ ঘটনায় আমরা থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করব।’