পঁচিশ বছর আগে এক অচিন ছোঁয়াছে রোগে আক্রান্ত হয়ে সোবহান মিয়ার স্ত্রী মারা যান। সংক্রমণের ভয়ে কেউ তাকে গোসল দিতে এগিয়ে আসেননি। এই বেদনা তাকে ভীষণভাবে প্রভাবিত করে। এরপর টানা ২৫ বছর এলাকার মৃতদের গোসলের কাজ করাতেন তিনি।
অনেক বছর পর আসে নতুন এক সংক্রামক ব্যাধি। চারদিকে প্রচুর মানুষ মারা যাচ্ছেন, কিন্তু সংক্রমণের ভয়ে কেউ মৃতদেহ গোসলের কাজ করছে না। এ কাজের একমাত্র ভরসা সোবহান মিয়া। আর তা করতে করতে তিনিও একসময় সংক্রামণ রোগে আক্রান্ত হয়ে মারা যান, কিন্তু সারাজীবন মৃত মানুষের শেষ গোসল দিয়ে যাওয়া সোবহানের শেষ গোসল হলো না। স্ত্রীর মতো একইভাবে নিয়তির কাছে সমর্পিত হতে হলো সোবহান মিয়ার।
এমন এক গল্প নিয়ে মাস্উদ সুমনের নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি চলচ্চিত্র ধূসরযাত্রা অর্জন করল ১১তম দিল্লি শর্টস্ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শ্রেষ্ঠ জুড়ি পুরস্কার।
এ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিল্লির টিভোলি গ্র্যান্ড রিসোর্ট হোটেল গত ৬ নভেম্বর সন্ধ্যায় এই উৎসবের পুরস্কার ঘোষণা করা হয়।
ধূসরযাত্রা চলচ্চিত্রটি ইতোমধ্যে কানাডায় অনুষ্ঠিতব্য এইচ ই কেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল (হিউম্যান-এনভায়রনমেন্ট কেয়ার ফিল্ম ফেস্টিভ্যাল এইচইসিএফএফ) ২০২২ এবং রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ‘একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩’-এর স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে প্রদর্শনীর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছে।
ধূসরযাত্রার নির্মাতা মাস্উদ সুমন ২০০০ সাল থেকে মঞ্চনাটকের সঙ্গে যুক্ত। একজন অভিনেতা ও সংগঠক হিসেবে দুই দশকের অধিক সময় ধরে কাজ করে চলেছেন। তিনি বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত ‘কঞ্জুস’ নাটকের একজন অভিনেতা।