বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘টাইগার থ্রি’তে দেখা দেবেন ‘পাঠান’

  •    
  • ৮ নভেম্বর, ২০২২ ১৫:১০

আগেই নিশ্চিত করা হয়েছিল, ‘পাঠান’-এ ‘টাইগার’ হয়ে উপস্থিত হবে সালমান, এবার জানা গেল ‘টাইগার থ্রি’তে পাঠান হয়ে দেখা দেবেন শাহরুখ।

বলিউডের তুমুল জনপ্রিয় স্পাই ফ্র্যাঞ্চাইজি সিনেমা সালমান খানের টাইগার। এক থা টাইগার, টাইগার জিন্দা হ্যায়- এরপর আসতে যাচ্ছে তৃতীয় কিস্তি টাইগার থ্রি।

এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের আগ্রহ সব সময়ই তুঙ্গে। সেই আগ্রহের মাত্রা আরেকটু বাড়িয়ে দিল নতুন এক তথ্য। জানা গেল, সালমানের সঙ্গে শাহরুখ খানও আসছেন টাইগার থ্রিতে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতের সবচেয়ে বড় প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া স্পাই ইউনিভার্সের ধারণা নিয়ে সবচেয়ে বড় ভারতীয় ফ্র্যাঞ্চাইজি তৈরি করছেন। পাঠান, টাইগার ও ওয়ার তারই অংশ।

স্পাই ফ্র্যাঞ্চাইজিগুলো রোমাঞ্চকর করে তুলতে ও গল্পের প্লট এগিয়ে নিতেই সুপারস্টারদের একত্রিত করা হচ্ছে বলে জানায় সূত্রটি।

আগেই নিশ্চিত করা হয়েছিল, পাঠান-এ টাইগার হয়ে উপস্থিত হবেন সালমান, এবার জানা গেল টাইগার থ্রিতেপাঠান হয়ে দেখা দেবেন শাহরুখ।

সূত্রটি জানিয়েছে, শাহরুখ তার আসন্ন সিনেমা পাঠান মুক্তির পরপরই টাইগার থ্রির শুটিং করবেন। বড় পরিসরে সেই শুটিং শিডিউলের পরিকল্পনা করা হচ্ছে। যেখানে পাঠান এবং টাইগার অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্যে একসঙ্গে দেখা দেবেন। এটি ব্যাপকভাবে একটি অ্যাকশন সিকোয়েন্স এবং দর্শকদের জন্য একটি বিশাল সিনেমাটিক মুহূর্ত হবে।

এ বিভাগের আরো খবর