রোববার সকালে হাসপাতালে পৌঁছান তারকা দম্পতি। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, আলিয়ার সি-সেকশন করা হবে বলে আশা করা হচ্ছে এবং শিগগিরই সন্তানের আগমন হবে।
ভারতের মুম্বাইয়ের এইচএন রিল্যায়েন্স হাসপাতালে ভর্তি হয়েছেন আলিয়া ভাট। রোববারই তার অনাগত সন্তান ভূমিষ্ঠ হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
ওই সূত্রটি জানায়, রোববার সকালে আলিয়াকে নিয়ে মুম্বাইয়ের হাসপাতালটিতে পৌঁছান রণবীর।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, আলিয়ার সি-সেকশন করা হবে বলে আশা করা হচ্ছে। শিগগিরই তার সন্তান আসবে।
প্রায় পাঁচ বছর সম্পর্কের পর চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। এরপর ভক্তদের চমক দিয়ে বিয়ের দুই মাসের মাথায় মা হতে যাওয়ার খবর জানান আলিয়া।