দুই বছরের ক্যারিয়ারে শতাধিক নাটক ও বেশ কয়েকটি ওয়েব কনটেন্টে অভিনয়ের পর এবার বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় ছোট পর্দায় জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক।
সম্প্রতি যুক্ত হয়েছেন জয় বাংলা ধ্বনি নামের একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে। এতে তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক নিরব।
গত সপ্তাহেই সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন চমক। ইতোমধ্যে শুটিংও শুরু করেছেন।
সিনেমার এই যাত্রা নিয়ে নিউজবাংলার সঙ্গে আলাপ করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী। জানালেন, এখন থেকে নিয়মিত হবেন সিনেমায়।
দীর্ঘদিন ছোট পর্দায় থেকে সিনেমায়
‘আমি তো মিডিয়াতে দীর্ঘদিন ধরে তো আমি কাজ করছি না, মাত্র দুই বছর। আর এটা আমার প্রথম সিনেমা নয়, এর আগে আরেকটি সিনেমায় কাজ করেছি, সেটি মুক্তি অপেক্ষায় রয়েছে।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত
পরিকল্পনা করে না হঠাৎ করে এই সিনেমায়
‘নাহ, কোনো পরিকল্পনা করে নয়, এটা ছোট পর্দা বা বড় পর্দা ভেবেও নয়, এটা একটা ভালো গল্প, ভালো প্লট তাই এর সঙ্গে যুক্ত হয়েছি।’
জয় বাংলা ধ্বনির জন্য আলাদা কোনো প্রস্তুতি
‘অবশ্যই, আমি মুক্তিযুদ্ধের অনেক সিনেমা দেখেছি। আর ছোটবেলা থেকে যেহেতু মুক্তিযুদ্ধের গল্প পড়ে, মুক্তিযুদ্ধের সিনেমা দেখে বড় হয়েছি, এটা সাহায্য করেছে সেক্ষেত্রে। আর খুব অল্প সময়ের ভেতরে অনেক বেশি প্রস্তুতির সুযোগ পাইনি, তবে ভালোই যাচ্ছে।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ছবি: সংগৃহীত
ছোট পর্দা ছেড়ে কি সিনেমাতেই নিয়মিত হচ্ছেন
হ্যাঁ, অবশ্যই এটা বলতে পারেন। ব্যাক টু ব্যাক আরও দুটি সিনেমা করার কথা রয়েছে এই বছরের শেষের দিকে। তবে ছোট পর্দাতেও অবশ্যই দেখা যাবে। ছোট পর্দা বা বড় পর্দা বলে আমার কাছে কিছু নেই। আমার কাছে শুধু গল্পটাই বড়। আমি গল্প হিসেবে একটা প্রজেক্ট দেখি। আমি আলাদা করে কখনও এটা নির্ধারণ করিনা।