সম্প্রতি ঘোষণা আসে সংসদ সদস্য, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খানের কাহিনিতে নির্মিত হচ্ছে সিনেমা জয় বাংলা ধ্বনি।
সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক নিরব। এতে তার বিপরীতে অভিনয় করার কথা ছিল অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের, তবে তিনি সরে যাওয়ায় সিনেমাটিতে যুক্ত হয়েছেন ছোট পর্দায় জনপ্রিয় মুখ রুকাইয়া জাহান চমক।
বিষয়টি শুক্রবার দুপুরে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন নিরব ও চমক।
জয় বাংলা ধ্বনিতে চমকের যুক্ত হওয়া নিয়ে নিরব বলেন, ‘তার সঙ্গে প্রথম কাজ, ছোট পর্দায় সে খুব ভালো করছে, আশা করছি আমাদের সিনেমাতেও সেই প্রতিফলনও দেখা যাবে।’
চলতি সপ্তাহেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন চমক। ইতোমধ্যে শুটিংও শুরু করেছেন তিনি।
এ নিয়ে জানতে চাইলে চমক বলেন, ‘গত সপ্তাহেই সিনেমাটি সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। পরশু থেকে মাদারীপুরে এর শুটিংও শুরু করেছি।’
চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত প্রথম ধাপের শুটিং চলবে মাদারীপুরে। সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশীদ।
এর আগে গত ২০ অক্টোবর রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটি নিয়ে এক সংবাদ সম্মেলন শাজাহান খান জানান, ‘জয় বাংলা’ শব্দটির উৎপত্তি, স্বাধীনতা আন্দোলন ও পরবর্তীতে ‘জয় বাংলা’র ব্যবহার ও প্রভাব এবং কীভাবে এটি জাতীয় স্লোগানে পরিণত হলো, এমন কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প।
নিরব-চমক ছাড়াও এতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, রোকেয়া প্রাচীসহ অনেকে।