বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবারও বুর্জ খলিফায় ভেসে উঠলেন শাহরুখ  

  •    
  • ৩ নভেম্বর, ২০২২ ১৫:২৩

বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে পঞ্চমবারের মতো বুর্জ খলিফায় হাজির হলেন শাহরুখ। ২০২১ সালে অভিনেতার ৫৬তম জন্মদিনে তাকে সম্মানিত করেছিল বুর্জ খলিফা। ২০২০ সালেও জন্মদিনে সম্মান জানাতে অভিনেতার নাম দিয়ে আলোকিত হয়েছিল বুর্জ খলিফা।

দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফায় এবারও ভেসে উঠছিলেন বলিউড বাদশাহ খান। জন্মদিনে অভিনেতাকে শুভেচ্ছা জানাতে আলোকিত করা হয়েছিল বিশ্বের অন্যতম আকাশচুম্বী ভবন।

বুর্জ খলিফার ইনস্টাগ্রামে বুধবার রাতে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আকাশচুম্বী এই ভবনটি আলোকিত করে ভেসে উঠছে শাহরুখের ছবিসহ লেখা, ‘শুভ জন্মদিন শাহরুখ, শুভ জন্মদিন পাঠান। আমরা তোমাকে ভালোবাসি।’

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বলিউডের মহান তারকা শাহরুখ খানের জন্মদিন উদযাপনে বুর্জ খলিফা আলোকিত! আসুন তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।’

ভিডিওটি দেখে উচ্ছ্বাসের অন্ত নেই কিং খানের ভক্তদের। সেই পোস্টে তাকে শুভেচ্ছা-ভালোবাসায় ভাসাচ্ছেন তারা।

View this post on Instagram

A post shared by Burj Khalifa by Emaar (@burjkhalifa)

বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিয়ে পঞ্চমবারের মতো বুর্জ খলিফায় হাজির হলেন শাহরুখ। ২০২১ সালে অভিনেতার ৫৬তম জন্মদিনে তাকে সম্মানিত করেছিল বুর্জ খলিফা। ২০২০ সালেও জন্মদিনে সম্মান জানাতে অভিনেতার নাম দিয়ে আলোকিত হয়েছিল বুর্জ খলিফা।

এদিকে গতকাল বুধবার ৫৭তম জন্মদিনে প্রকাশ পেয়েছে শাহরুখের আসন্ন সিনেমা পাঠান-এর টিজার। এটি দেখে ভক্ত-অনুরাগীরা তো বটেই, বলিউড তারকাও সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসাচ্ছেন। সিনেমাটি আগামী বছর ২৫ জানুয়ারি মুক্তি পাবে।

পাঠান ছাড়াও ভবিষ্যতে শাহরুখকে দেখা যাবে রাজকুমার হিরানির পরিচালনায়ডঙ্কি এবং দক্ষিণী পরিচালক অ্যাটলির অ্যাকশন থ্রিলার জওয়ান-এ।

এ বিভাগের আরো খবর