বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাহফুজ-বুবলীকে নিয়ে ‘প্রহেলিকা’র শুটিং শুরু করলেন চয়নিকা

  •    
  • ২ নভেম্বর, ২০২২ ২১:৩৮

চয়নিকা চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘একটানা ২৮দিন শুটিং করে কাজ শেষ করব। এর মধ্যে আগামী ১২ তারিখ পর্যন্ত সিলেটেই শুটিং হবে। এরপর ১৩ তারিখ ঢাকায় ফিরে সেদিনই রওনা দিবো ঢাকার বাইরে।’

জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা বুবলীকে নিজের দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

গত এপ্রিলে সিনেমাটির ঘোষণা আসে। সেসময় চয়নিকা চৌধুরী নিউজবাংলাকে জানিয়েছিলেন, ১ জুন থেকে শুটিং শুরু হবে। তবে নানা কারণে সেটি সম্ভব হয়নি।

অবশেষে প্রায় ৫ মাস পর বুধবার শুরু হয়েছে সিনেমাটির শুটিং। বিষয়টি নিউজবাংলাকে নিজেই নিশ্চিত চয়নিকা চৌধুরী।

তিনি বলেন, ‘জুন-জুলাইয়ে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সেসময় সিলেটে বন্যার কারণে সেটি সম্ভব হয়নি। আজ থেকে আমরা সিলেটে এর শুটিং শুরু করলাম।’

‘প্রহেলিকা’র সেটে নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবি: সংগৃহীত

একটানা সিনেমাটির কাজ শেষ করবেন বলে জানালেন এ নির্মাতা। তিনি বলেন, ‘একটানা ২৮দিন শুটিং করে কাজ শেষ করব। এর মধ্যে আগামী ১২ তারিখ পর্যন্ত সিলেটেই শুটিং হবে। এরপর ১৩ তারিখ ঢাকায় ফিরে সেদিনই রওনা দিবো ঢাকার বাইরে।’

‘প্রহেলিকা’র নির্দেশনায় ব্যস্ত নির্মাতা চয়নিকা চৌধুরী। ছবি: সংগৃহীত

এদিকে প্রহেলিকার গল্প নিয়ে তেমন কিছু না জানাতে চাইলেও হালকা ইঙ্গিত দিলেন চয়নিকা চৌধুরী। বললেন, ‘মানুষের জীবনটা তো একটা রহস্য। প্রহেলিকা মানেও রহস্য। সেই রহস্যটা থাক। আমি চাই দর্শক হলে গিয়ে সেই রহস্যটা দেখুক।’

প্রহেলিকার গল্প, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার।

এ বিভাগের আরো খবর