শাকিব খানকে নিয়ে শের খান নামের সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন মিশন এক্সটিম খ্যাত পরিচালক সানী সানোয়ার। শাকিব খান আমেরিকা থেকে ফেরার পর এ ঘোষণা আসে।
পুলিশ থ্রিলার ঘরানার সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের আগ্রহের শেষ নেই। সেই আগ্রহ মেটাতেই সিনেমাটির আপডেট দিয়েছেন শাকিব খান ও সানী সানোয়ার।
শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস এবং সানীর প্রোডাকশন হাউস কপ ক্রিয়েশনের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে খবরটি।
শাকিব খান (বাঁয়ে) ও সানী সানোয়ার। ছবি: সংগৃহীত
সোমবার রাতে করা পোস্টে জানানো হয়, শের খান সিনেমাটি এসকে ফিল্মস ও কপ ক্রিয়েশনের যৌথ প্রযোজনায় নির্মিত হবে এবং সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে।
পোস্টে আরও জানানো হয়, ‘চলচ্চিত্রটি নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে এ সপ্তাহেই। স্বল্প সময়ের মধ্যে শের খান নিয়ে আপনাদের আগ্রহ, উদ্দীপনা ও ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আশা করি শের খান চলচ্চিত্রটি আপনাদের আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।’