মাদক মামলায় বলিউডের তুমুল জনপ্রিয় কৌতুক অভিনেত্রী ভারতী সিং ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়ার বিরুদ্ধে আদালতে ২০০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে মুম্বাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)।
বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
গাঁজা রাখার অপরাধে ২০২০ সালের নভেম্বরে এই তারকা দম্পতিকে গ্রেপ্তার করেছিল এনসিবি। পরে বিশেষ (মাদকদ্রব্য) আদালত থেকে তাদের জামিন দেয়া হয়।
সে সময় ভারতীর প্রোডাকশন অফিস ও বাড়িতে অভিযান চালিয়ে ৮৬ দশমিক ৫ গ্রাম গাঁজা জব্দ করেছিল এনসিবি।
এর আগে এনসিবি এক কর্মকর্তা বলেছিলেন, ‘ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া দুজনের গাঁজা সেবনের কথা স্বীকার করেছিলেন।’
সেই কর্মকর্তা আরও বলেছিলেন, ‘বিনোদন ইন্ডাস্ট্রিতে মাদকদ্রব্য ব্যবহারের অভিযোগে এনসিবির তদন্তের অংশ হিসাবে এই অভিযান পরিচালিত হয়েছিল।’
২০২০ সালের জুনে বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার পর বলিউড ইন্ডাস্ট্রিতে মাদক নিয়ে তদন্ত শুরু করেছিল এনসিবি।