বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ক্যাটরিনার স্বামীকে নজরদারিতে রাখবেন সালমান

  •    
  • ২৯ অক্টোবর, ২০২২ ১৬:৩৮

সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘ফোন ভূত’-এর প্রোমোশনে বিগ বসে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সেই শোয়ের একটি প্রমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় হোস্ট সালমানের সঙ্গে খুনসুটিতে মেতেছেন অভিনেত্রী।

একসময় বলিউডে সবচেয়ে আলোচিত জুটিদের মধ্যে অন্যতম ছিলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। বিভিন্ন সময় তাদের প্রেম ছিল নেটিজেন ও দর্শকের আলোচনায় কেন্দ্রবিন্দুতে।

তাদের সেই প্রেম ভেঙেছে, বিয়েও করেছেন অভিনেত্রী, কিন্তু রয়ে গেছে তাদের বন্ধুত্ব। এখনও নানা অনুষ্ঠানে সালমানের তরফ থেকে যেন অবলীলায় প্রকাশ পায় ক্যাটরিনার প্রতি সেই প্রেম। এমনই এক ঘটনা দেখা গেল বিস বসের মঞ্চে।

সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ফোন ভূত-এর প্রোমোশনে বিগ বসে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সেই শোয়ের একটি প্রমো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় হোস্ট সালমানের সঙ্গে খুনসুটিতে মেতেছেন অভিনেত্রী।

শো চলাকালীন মজা করেই সালমানকে ক্যাটরিনা প্রশ্ন করেন, ভূত হওয়ার সুযোগ পেলে কাকে নজরদারি করবেন?

অভিনেত্রীর এমন প্রশ্নে সালমান বলেন, ‘এক ব্যক্তি আছেন, ওর নাম ভিকি কৌশল।’

প্রাক্তন প্রেমিকের মুখে নিজের স্বামীর নাম শুনে হেসে ফেলেন ক্যাটরিনা। পরক্ষণেই পাল্টা প্রশ্ন ক্যাটরিনার, কেন?

জবাবে সালমান বলেন, ‘সে প্রেমময়, যত্নশীল এবং সাহসী। আমি ওকে নিয়ে কথা বলতে লাগলে তুমি লাজুক হয়ে ওঠো।’

সালমানের এমন জবাবে লজ্জামুখে চওড়া হাসিতে সবটা মেনে নেন ক্যাটরিনা। এখনও দুজনের এমন বন্ধুত আর খুনসুটি দেখে মুগ্ধ তাদের ভক্তরা।

এদিকে আগামী ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে ফোন ভূত। এতে ক্যাটরিনার সঙ্গে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদি ও ইশান খট্টরকে। এ ছাড়া বড়দিনে মুক্তি পেতে চলেছে সালমান ও ক্যাটরিনার টাইগার থ্রি।

এ বিভাগের আরো খবর