বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘হাওয়া’ দেখতে দীর্ঘ লাইন কলকাতায়  

  •    
  • ২৯ অক্টোবর, ২০২২ ১৩:৫৪

কলকাতার রবীন্দ্র সদনে শনিবার শুরু হলো চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হচ্ছে মেজবাউর রহমান সুমনের পরিচালিত ‘হাওয়া’।

গত ২৯ জুলাই মুক্তি পায় দেশের তুমুল আলোচিত ও জনপ্রিয়তা পাওয়া সিনেমা হাওয়া। সিনেমাটির সঙ্গে সঙ্গে এর ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামে একটি গান ঝড় তুলেছিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই হাওয়া দেখতে দীর্ঘ লাইন ধরেছেন কলকাতার সিনেমাপ্রেমীরা।

কলকাতার রবীন্দ্র সদনে শনিবার শুরু হলো চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হচ্ছে মেজবাউর রহমান সুমনের পরিচালিত হাওয়া।

এদিন দুপুর ১ টার দেখতে শো দেখতে দীর্ঘ লাইন ধরতে দেখা গেছে সেখানকার দর্শকদের। এরই কয়েকটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন সিনেমার প্রধান চরিত্রের অভিনয় করা দুইবাংলার তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এর মধ্যে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘কলকাতা নন্দনে সকাল থেকে হাওয়ার লাইন…।’

কলকাতার নন্দন প্রেক্ষাগৃহের এক, দুই ও তিনে ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলচ্চিত্র উৎসব জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

এতে ২৯ অক্টোবর দুপুর ১টা থেকে সাড়ে বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা, ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা ও ২ নভেম্বর ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে হাওয়ার প্রদর্শনী।

এদিকে কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাওয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো- গুণিন, হৃদিতা, বিউটি সার্কাস, হাওয়া, পরাণ, পায়ের তলায় মাটি নাই, কালবেলা, চন্দ্রাবতী কথা, চিরঞ্জীব মুজিব, রেহানা মরিয়ম নূর, নোনা জলের কাব্য, রাত জাগা ফুল, লাল মোরগের ঝুঁটি, গোর, গলুই, গণ্ডি, বিশ্বসুন্দরী, রূপসা নদীর বাঁকে, শাটল ট্রেন, মনের মতো মানুষ পাইলাম না, ন ডরাই, কমলা রকেট, গহীন বালুচর, ঊনপঞ্চাশ বাতাস।

প্রদর্শিত হতে যাওয়া প্রামাণ্যচিত্রগুলো হলো- হাসিনা: আ ডটার্স টেল, বধ্যভূমিতে একদিন, একটি দেশের জন্য গান, মধুমতি পারের মানুষটি শেখ মুজিবুর রহমান।

প্রদর্শিত হতে যাওয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ধড়, ময়না, ট্রানজিট, কোথায় পাব তারে, ফেরা, নারী জীবন, কাগজ খেলা, আড়ং।

এ বিভাগের আরো খবর