বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিয়াজের নাম ‘রাঙা মুলো’ দিয়েছিলেন শাবনূর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ অক্টোবর, ২০২২ ২০:১৩

‘তুমি সাপটিকে পা দিয়ে চাপ দিয়ে ধরেই শটটি সম্পূর্ণ করেছিলে আর পুরো ঘটনাটাই ছিল আমার অজানা! শট দেওয়ার পর আমি তা জানার সঙ্গে সঙ্গেই ভয়ে দিয়েছিলাম এক দৌড়। এমন আরও অনেক মজার স্মৃতি তোমার সঙ্গে রয়েছে!’

৫০তম বছর স্পর্শ করলেন দেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ। বুধবার তার জন্মদিন। আনন্দের এ দিনে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

পরিবার, স্বজন, ভক্ত ও সহকর্মীরা যে যার মতো করে শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় অভিনেতাকে।

রিয়াজের সঙ্গে অনেক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাবনূর। দিয়েছেন জনপ্রিয় ও ব্যবসা সফল সিনেমা। তিনি এখন অস্ট্রেলিয়ায় থাকেন। রিয়াজের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে লিখে।

নিজের ফেসবুক পেজে শাবনূর জানান, রিয়াজ এত কিউট ছিল যে, তাকে শাবনূর রাঙা মুলো বলে ডাকত।

বাংলাদেশ সময় বুধবার রাতে শাবনূর লেখেন, ‘শুভ জন্মদিন রিয়াজ। তোমার কি মনে আছে, চলচ্চিত্রে প্রথম তুমি যখন এসেছিলে তখন আমি তোমার নাম দিয়েছিলাম রাঙা মুলো। কারণ তুমি ভীষণ কিউট ছিলে! তুমি আমার কাছে এমন রাঙা মুলো হয়েই থাকবে আজীবন!

‘অসংখ্য রোমান্টিক ছবি করেছি দুজন একসঙ্গে! আমাদের অসংখ্য স্মৃতি রয়েছে!’

অনেক স্মৃতি থেকে একটা একটা ঘটনা উল্লেখ করে শাবনূর লেখেনে, “বিয়ের ফুল ছবির ‘মন না দিলে হয় কি প্রেম তাই’ গানের শুটিং করছিলাম কক্সবাজার এক হোটেলের সামনে! আমার পায়ের কাছেই ছিল একটি বিষধর সাপ যা আমি খেয়াল করিনি আর তুমিও বলোনি কারণ আমি সাপ ভীষণ ভয় পেতাম!

‘তুমি সাপটিকে পা দিয়ে চাপ দিয়ে ধরেই শটটি সম্পূর্ণ করেছিলে আর পুরো ঘটনাটাই ছিল আমার অজানা! শট দেওয়ার পর আমি তা জানার সঙ্গে সঙ্গেই ভয়ে দিয়েছিলাম এক দৌড়। এমন আরও অনেক মজার স্মৃতি তোমার সঙ্গে রয়েছে!’

লেখার শেষে জন্মদিনে রিয়াজকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানান শাবনূর। বলেন, ‘ভালো থাকো সবসময়’।

এ বিভাগের আরো খবর