সংসদ সদস্য, আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শাজাহান খানের কাহিনিতে নির্মিত হতে যাচ্ছে সিনেমা জয় বাংলার ধ্বনি। সিনেমাটি সরকারি অনুদানপ্রাপ্ত।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটি নিয়ে কথা বলেন শাজাহান খান।
তিনি জানান, ‘জয় বাংলা’ শব্দটির উৎপত্তি, স্বাধীনতা আন্দোলন ও পরবর্তীতে ‘জয় বাংলা’র ব্যবহার ও প্রভাব এবং কীভাবে এটি জাতীয় স্লোগানে পরিণত হলো, এমন কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে সিনেমার গল্প।
শাজাহান খান বলেন, ‘এ সিনেমার মাধ্যমে জাতি, নতুন প্রজন্ম জয় বাংলা শব্দের উৎস খুঁজে পাবে এবং বঙ্গবন্ধু সম্পর্কে আরও জনতে পারবে।’
সিনেমাটি নির্মাণ করছেন খ ম খুরশীদ। এতে অভিনয় করছেন আসাদুজ্জামান নূর, নিরব, সুনেরাহ বিনতে কামাল, রোকেয়া প্রাচীসহ অনেকে। নভেম্বরে শুরু হবে সিনেমার শুটিং।
শাজাহান খানের উদ্যোগে আরও একটি সিনেমার কাজ এগিয়ে চলেছে। সিনেমাটি হলো অপারেশন জ্যাকপট। শাজাহান খান নৌ-পরিবহন মন্ত্রী থাকার সময় এ উদ্যোগ নিয়েছিলেন।
আয়োজনে শাজাহান খান বলেন, ‘আপনাদের (সাংবাদিক) কাছে এ কথা আগেও বলেছি। অপারেশন জ্যাকপট নামের একটি সিনেমা করতে চাই। এর আগে সিনেমাটির সঙ্গে একাধিক মন্ত্রণালয় যুক্ত ছিল। কিন্তু নানা কারণে কাজটি আগায়নি।’
তিনি আরও বলেন, ‘সিনেমাটির জন্য টাকা বরাদ্দ হয়েছে। শিগগিরই সিনেমাটির কাজ শুরু হবে। অনেকদিন কথা বলেছি, এবার কাজটি করতে যাচ্ছি।’
অপারেশন জ্যাকপট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নৌ-সেক্টর পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। এটি ছিল একটি আত্মঘাতী অপারেশন। এ অপারেশন ১৯৭১-এর ১৫ আগস্ট রাত ১২টার পর অর্থাৎ ১৬ আগস্ট প্রথম প্রহরে চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর এবং দেশের অভ্যন্তরে চাঁদপুর ও নারায়ণগঞ্জ নদী বন্দরে একই সময়ে পরিচালিত হয়।