মুম্বাইভিত্তিক সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডকে হটিয়ে বক্স অফিসে এখন রাজত্ব করছে দক্ষিণ ভারতীয় সিনেমা। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য ও সেবাদাতা প্রতিষ্ঠানের পরিসংখ্যান তেমনটাই বলছে।
করোনা মহামারির আগে বক্স অফিসে রাজত্ব করে আসছিল বলিউড। কিন্তু মহামারির পর থেকে তামিল, তেলেগু, মালায়লাম ও কন্নড় সিনেমার সামস্টিক বক্স অফিস আয় বলিউডের চেয়ে বেশি।
এসব তথ্যকে বেশ গুরুত্ব দিয়ে দেখছেন বলিউডের ট্রেড এনালিস্টসহ, প্রযোজক ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। বিষয়গুলো নিয়ে নানা সমীকরণ ও বিশ্লেষণ করছেন তারা। সিনেমা ব্যবসার বাক বদলের কথাও প্রকাশ পাচ্ছে প্রতিবেদনগুলোতে।
বাজার ও ভোক্তাদের নানারকম তথ্য নিয়ে কাজ করা জার্মানভিত্তিক প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার দেয়া তথ্য মতে ২০২১ সালে ভারতের বক্স অফিসের ৯০ শতাংশের মধ্যে হলিউড ও বলিউডের সিনেমা বাদ দিয়ে বাকি সব সিনেমার বক্স অফিস কালেকশন ৫৮ শতাংশ।
স্ট্যাটিসটায় প্রকাশিত পরিসংখ্যান। ছবি: সাইট থেকে স্ক্রিনশট নেয়া
২০২০ সালে এ সমীকরণ ছিল হলিউড ৪, বলিউড ৩৯ ও অন্য ভাষার সিনেমা ৫৭ শতাংশ। ২০১৯ এ হলিউড ১৪, বলিউড ৪৬ ও অন্য ভাষার সিনেমা ৪১ শতাংশ। আর হলিউড ১১, বলিউড ৪৫ ও অন্য ভাষার সিনেমা ৪৪ শতাংশ ছিল ২০১৮ সালের বক্স অফিস কালেকশন।
ভারতের কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রথি তিন মাস আগে তার একটি কনটেন্ট প্রকাশ করেন ইউটিউবে। সেই কনটেন্টে তিনি জানিয়েছেন, বলিউড হলো ভারতের সবচেয় জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি এবং এখানে ভারতের মোট সিনেমার ১৬ শতাংশ নির্মিত হয়।
কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রথি এর দেয়া তথ্য। ছবি: সংগৃহীত
তিনি আরও জানান, ইনকাম, মার্কেট শেয়ার বা বক্স অফিস কালেকশনে বলিউড সিনেমা ছিল সবচেয়ে এগিয়ে। ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সব সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ইনকামের সমীকরণে বলিউড একাই ইনকাম করত ৪৫, ৪৪, ৪১, ৪৫, ৪৪ শতাংশ।
এই রাজত্ব ভেঙে যায় ২০২০ সালে। ধ্রুব রথি এক পরিসংখ্যান দেখিয়ে দাবি করেছেন, ইনকামের দিক থেকে ভারতের এখন এক নম্বর ফিল্ম ইন্ডাস্ট্রি হলো তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি।
পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০২০ এর পুরোটা এবং ২০২১-এর কিছু অংশে বলিউডকে ছাড়িয়ে গেছে তেলেগু ভাষার সিনেমার ইনকাম।
২০২০-২১ সময়ে বক্স অফিসে বলিউডের ইনকাম ২৭ শতাংশ; যেখানে তেলেগু ২৯ ও তামিল ১৭ শতাংশ ইনকাম করেছে। ২০১৯ সালে যেখানে দক্ষিণী সিনেমার মার্কেট শেয়ার ছিল ৩৬ শতাংশ, ২০২২-২১ এ সেই মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৫৯ শতাংশ।
কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রথি এর দেয়া তথ্য। ছবি: সংগৃহীত
এসব হিসেব ছাড়াও ভারতীয় সিনেমার প্রতিদিনকার প্রতিবেদনেও দেখা যায় দক্ষিণী সিনেমার ব্যবসার কথা। বলিউডে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে অন্যতম ধাকার, লাল সিং চাড্ডা, বিক্রম ভেদা, ব্রহ্মাস্ত্র। এর মধ্যে ব্রহ্মাস্ত্র সিনেমাটাই কিছু ব্যবসা করতে পেরেছে বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম।
অন্যদিকে দক্ষিণী সিনেমার কেজিএফ ২, আরআরআর, পুষ্পা, পোনিয়িন সেলভান ১, সিতা রামাম সিনেমার জয়জয়কার বক্ত অফিসে এবং দর্শক মহলেও সিনেমাগুলো নিয়ে আছে তুমুল আগ্রহ।
আন্তর্জাতিক সেবাদাতা প্রতিষ্ঠান ডিলয়েট জানিয়েছে, নিয়মিত সিনেমা নির্মাণ করা দেশগুলোর মধ্যে ভারতে সবচেয়ে বেশি সিনেমা নির্মিত হয়। ২০টির মতো ভাষায় প্রতি বছর মোট ১৫০০ থেকে ২০০০ সিনেমা নির্মিত হয় ভারতের।