অগ্নি ৩ এ অগ্নি হয়ে আসছেন অষ্টাদশী এক তরুণী। তার নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
অগ্নি ২ (২০১৫) মুক্তির ৭ বছর পর অগ্নি ৩ সিনেমা নির্মাণের ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠানটি। রোববার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় অগ্নি ৩ এর ফার্স্ট লুক পোস্টার।
সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। সিনেমাটির কাজ শুরু হবে ২০২৩ সালের এপ্রিল মাসে। প্রযোজক আবদুল আজিজ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।
অগ্নি হয়ে গত দুই পর্বে পর্দায় ছিলেন মাহিয়া মাহি। এবার কে হচ্ছেন অগ্নি? এ প্রশ্ন এখন সবার। রোববার দুপুরে বিষয়টি নিয়ে কিছু তথ্য জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া।
প্রতিষ্ঠানটি জানায়, অডিশনের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে নতুন অগ্নিকে। কিন্তু এতদিন তার বয়স ১৮ ছিল না। রোববার নতুন সেই অগ্নির জন্মদিন এবং তার ১৮ বছর পূর্ণ হয়েছে। তাই এ দিনেই নতুন অগ্নির সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছে জাজ মাল্টিমিডিয়া।
জাজ আরও জানিয়েছে, অগ্নি ৩ বাংলা ও ইংরেজি ভাষাতে নির্মিত হবে। বিশ্বব্যাপী সিনেমাটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান।
পোস্টার শেয়ার করে সিনেমার পরিচালক সৈকত নাসির জানিয়েছেন, জাজ তাকে অগ্নি ৩ নির্মাণ করার প্রস্তাব দেয় মাসুদ রানা সিনেমার কাজ দেখে। এটাকে অনেক বড় একটা চ্যালেঞ্জ বলে মনে করছেন সৈকত।
প্রযোজক আবদুল আজিজের গল্প ভাবনায় আব্দুল্লাহ জহির বাবু করেছেন সিনেমার চিত্রনাট্য। সৈকত নাসির মনে করছেন, সবাই মিলে অসাধারণ একটি অ্যাকশন সিনেমা দর্শকদের উপহার দিতে পারবেন।
নতুন অগ্নিকে নিয়ে পরিচালক বলেন, ‘যে মেয়েটিকে অগ্নি হিসেবে নির্বাচন করা হয়েছে অ্যাকশনের জন্য সে হাইলি ট্রেইন্ড। তার বডি ফ্লেক্সিবিলিটি অসাধারণ। আমি বিশ্বাস করি সে নির্বাচকদের যেমন অবাক করেছে, তেমনি দর্শকদেরও চমকে দিতে সফল হবে।’