দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবির সুমনের কনসার্ট আয়োজন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে আগামী ১৫, ১৮ ও ২১ অক্টোবর কনসার্ট হওয়ার কথা থাকলেও পুলিশের আপত্তির কারণে তা অন্যত্র হতে পারে।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার রাতে নিউজবাংলা থেকে আয়োজক প্রতিষ্ঠান পিপহোল-সংশ্লিষ্ট মীর আরিফ বিল্লাহর কাছে জানতে চাইলে তিনি কোনো কিছু নিশ্চিত করেননি। সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলছি।’
পুলিশের রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ বলেন, ‘কবীর সুমনের কনসার্ট বিষয়ে আমি কিছু জানি না।’
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যম জানায়, জাতীয় যাদুঘর একটি কেপিআই স্থাপনা হওয়ায় সেখানে কোনো জনসমাবেশ বা এ ধরনের অনুষ্ঠান করার সুযোগ নেই।
বিষয়টি নিয়ে নিউজবাংলা ডিএমপি কমিশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
পুলিশের অনুমতি ছাড়া এ কনসার্ট জাতীয় জাদুঘরে হওয়া সম্ভব নয় বলে মনে করছেন আয়োজকরা। যদিও তাদের টিকিট বিক্রি শেষ। তাই অন্য ভেন্যুতে কনসার্ট করার বিষয়ে তারা ভাবছেন। তবে নিশ্চিত করে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।
ভারতের পশ্চিমবঙ্গের সংগীতশল্পী কবীর সুমনের অ্যালবাম ‘তোমাকে চাই’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করেছে পিপহোল।
৩০ বছর আগে ‘তোমাকে চাই’ নামের গানের অ্যালবামের মাধ্যমে বাংলা গানের জগতে এক নতুন ধারার সূচনা করেছিলেন কবীর সুমন। কিংবদন্তি সেই সংগীতজ্ঞ কয়েক দফায় বাংলাদেশে আসলেও বড় ধরনের কনসার্টে অংশ নেননি। এবারে তিন দিনব্যাপী আয়োজনে অংশ নেয়ার কথা রয়েছে তার। এ নিয়ে ‘কবীর সুমন লাইভ ইন ঢাকা ২০২২’ নামের একটি ফেসবুক ইভেন্ট খোলা হয়েছে।
ফেসবুকের ইভেন্টে দাবি করা হয়েছে, কবীর সুমন শেষবারেরর মত বাংলাদেশে গান গেয়েছিলেন ২০০৯ সালের ১৬ অক্টোবর। ঠিক ১৩ বছর পর তিনি আবার মঞ্চে উঠতে যাচ্ছেন বাংলাদেশের মাটিতে।