রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ।
তার ছেলে উৎস জামান বৃহস্পতিবার দুপুরে নিউজবাংলাকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গত ৮ অক্টোবর তার বাবাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন লেভেল কমে যাওয়ায় আজ সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।
উৎস আরও জানান, চলতি বছরের শুরুর দিকে তার বাবার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ১০ মাস ধরে চিকিৎসা চলছে। এরই মাঝে কয়েক দফায় হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়পত্রও পেয়েছিলেন। পরে ফের অসুস্থ হয়ে পড়লে চলতি মাসের শুরুতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ক্যানসারের পাশাপাশি হৃদরোগও রয়েছে বর্ষীয়ান অভিনেতা মাসুম আজিজের। ২০১৭ সালে তার বাইপাস সার্জারি হয়েছিল।
শুধু অভিনেতা নন, মাসুম আজিজ চিত্রনাট্যকার হিসেবেও সুপরিচিত। তিনি একাধারে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেছেন।
১৯৮৫ সালে প্রথম টিভি নাটকে অভিনয় করেন মাসুম আজিজ। দীর্ঘ কর্মজীবনে চার শতাধিক নাটকে অভিনয় করেন তিনি।
ঘানি চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মাসুম আজিজ।
অভিনয়ে অবদানের জন্য এ বছর একুশে পদক পান তিনি।