বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজ ক্যাপ্টেন, স্ট্রাইকে সিয়াম, গোলে সুমিত- সবাই মিলে ‘দামাল’

  •    
  • ১২ অক্টোবর, ২০২২ ১৫:৫৩

‘আমি রাজকে বুঝিয়ে দিতে পারছিলাম না যে, খেলাটা আমার কেমন লাগবে। ওই সময় আমার মনে হয়েছিল, এত বড় স্কেলের কাজ শুরু করা আমার এখনই ঠিক হয়নি।’

কথা শুরু প্রথমদিকেই নির্মাতা রায়হান রাফি তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা দামাল নিয়ে একটি বিষয় পরিষ্কার করে নিলেন। তিনি বললেন, ‘দামাল সিনেমাটি স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা থেকে অনুপ্রাণিত। ওই ঘটনাটা নিয়েই সিনেমা না।’

তিনি আরও ব্যাখ্যা দিয়ে বলেন, ‘বায়োপিকে যেমন সব ঘটনা একই থাকতে হয়, দামাল সিনেমা তেমনটা না। কারণ, আমি ওই ঘটনাটাই বলতে চাইনাই। আমি সেটার স্পিরিট নিয়ে কাজ করতে চেয়েছি।’

এটাকে রাফি একজন পরিচালকের স্বাধীনতা বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত দামাল সিনেমার একটি অনুষ্ঠানে এসব কথা বলেন দামাল এর পরিচালক রায়হান রাফি।

দামাল সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। সিনেমাটি মূলত পিরিওডিক। এখানে ১৯৭১ সালকে দেখান হয়েছে। ট্রেইলারে তা স্পষ্ট এবং সিনেমাটি ফুটবল নিয়ে।

রাফি আরও জানান, সিনেমাটি নির্মাণ করতে তারা অনেক রেফারেন্স খুঁজেছেন, কিন্তু অনেক কিছুই নাই বলে মন্তব্য করেন তিনি।

রাফি বলেন, ‘আমরা স্বাধীন বাংলা ফুটবল দলের কয়েকজনের সঙ্গে দেখা করেছি। ওই সময় জার্সি কেমন ছিল, ফুটবলটা কেমন ছিল, এগুলো খুঁজেছি, কিন্তু কষ্টের জায়গা হলো অনেক কিছুই নেই বাংলাদেশে। আমরা খুঁজেছিলাম ওই পতাকাটা, যেটা ওড়ানো হয়েছিল, কিন্তু পাইনি। আমরা প্রায় দুব বছর এ বিষয়গুলো নিয়ে কাজ করেছি।’

মঙ্গলবারের অনুষ্ঠানে যখন শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হচ্ছিল, তখন অভিনেতা শরিফুল রাজকে বলা হলো স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাপ্টেন।

তার মানে, সিনেমায় শারিফুল রাজকে দেখা যাবে অধিনায়কের চরিত্রে। যার নাম মুন্না। বাস্তব জীবনে ব্রাজিলের সমর্থন রাজ, পছন্দ করেন রোনালদিনহোকে। তবে ফুটবল খেলতে গিয়ে সেসব কিছু তার মাথায় ছিল না। ৩-৪ মাসের ট্রেনিং করেছেন শুটিংয়ের জন্য, অনুষ্ঠানে জানান রাজ।

সিনেমায় যার ডর-ভয় নেই, তিনি দূর্জয়, দলের স্ট্রাইকার। এ চরিত্রে অভিনয় করেছেন সিয়াম।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি ফুটবল ভালোবাসী, কিন্তু খেলেছি বেশি ক্রিকেট। এ সিনেমা করতে আমরা যে পরিকল্পনা করে মাঠে গিয়েছি, সে অনুযায়ী কিছুই করতে পারিনি। কারণ খেলা নিয়ে সিনেমা করা খুবই কঠিন। সময় লেগেছে কাজগুলো করতে। এটা সম্ভব হয়েছে ইউনিটের সবার জন্য।’

সিনেমায় বিদ্যা সিনহা মিমের নাম হাসনা। তাকেও মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে বলে জানান রাফি।

প্রকাশিত ট্রেইলারের একদম শেষে দেখে যায় মিম কাউকে নৃশংসভাবে হত্যা করছে। এ শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মিম বলেন, ‘রাফি আমাকে বললেন, যার ওপর তোমার রাগ, ধরে নাও তাকে তুমি মারতেছ। ওরকম একটা মানসিকতা নিয়ে তারপর শুটিংটা করেছি।’

সিনেমাটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সুমি, ইন্তেখাব দিনার, মামুন অপু, টাইগার রবিসহ অনেকে।

অনুষ্ঠানে যখন পরিচালক কথা বলা শুরু করেন তখন আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি অভিনয়টা দেখিয়ে দিতে পারি। কিন্তু খেলাটা দেখিয়ে দিতে পারছিলাম না। আমি রাজকে বুঝিয়ে দিতে পারছিলাম না যে, খেলাটা আমার কেমন লাগবে। ওই সময় আমার মনে হয়েছিল, এত বড় স্কেলের কাজ শুরু করা আমার এখনই ঠিক হয়নি।’

রাফি জানান, ২০১৮ সালে ফরিদুর রেজা সাগর তাকে ডেকে নিয়ে গল্পটি শোনায় এবং রাফি কাজটি করতে সম্মত হন।

সিনেমাটির পরিচালক, সিনেমাটোগ্রাফার সুমন সরকার, চিত্রনাট্যকার নাজিম উদ দৌলাসহ অনেকেই জানিয়েছিন লেখা নিয়ে সিনেমা করা খুবই কঠিন। এর জন্য তারা ফুটবল খেলা নিয়ে নির্মিত জাগো সিনেমার পরিচালক খিজির হায়াৎ খানের সাহায্য নিয়েছেন।

এ বিভাগের আরো খবর