গত শুক্রবার মুক্তি পেয়েছে ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা যাও পাখি বলো তারে। গল্পের শেষদিকে বেদনাময় দৃশ্য। অন্য একটি চরিত্রের অপরাধের দায় নিজের ওপর নিয়ে নেন আদর। এতে ১২ বছরের সাজা হয় তার চরিত্রটির।
কিন্তু পরিচালকের এমন দৃশ্যায়ন মেনে নিতে পারছে না আদর আজাদের ভক্তরা। এ নিয়ে রাস্তায় বিক্ষোভও করেছেন তারা।
‘শিপনের অপরাধে আদর কেন জেলে, ডিরেক্টরের বিচার চাই’ এমন স্লোগানে বগুড়ায় মিছিলও বের করেন একদল দর্শক।
শহরের শহীদ খোকন পার্কের সামনে থেকে রোববার বিকেল ৫টার দিকে মিছিলটি বের হয়ে চেলোপাড়া মধুবন সিনেপ্লেক্সে গিয়ে শেষ হয়।
সিনেমার লাইন প্রযোজক ইমদাদুল ইসলাম যিকরান বলেন, ‘বগুড়ার ছেলে আদর আজাদের ভক্তরা এ মিছিল বের করে। তারা সিনেমার শেষে আদরের জেলে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না।’
যিকরান জানান, দেশের ২১ প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে যাও পাখি বলো তারে সিনেমাটি। এর মধ্যে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স একটি। সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
সিনেমাটিতে মজনু চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আদর আজাদ। তার বিপরীতে লাভলী চরিত্রে মাহিয়া মাহি।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন- রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।
জাহিদ হাসান অভির দ্য অভি কথাচিত্র পরিবেশিত যাও পাখি বলো তারে সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা।
জেকে মজলিশ, বেলাল খান ও রেজওয়ান শেখের সঙ্গীতায়োজনে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, ইলিয়াস হোসাইন, সায়েরা রেজা, মোহাম্মদ জসিউর রহমান সেতু ও বিন্দিয়া খান।