বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘শনিবার বিকেল’ নিয়ে সুখবর শিগগিরই

  •    
  • ৯ অক্টোবর, ২০২২ ০৯:৪১

সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে চলতি সপ্তাহেই। বিষয়টি নিউজবাংলাকে জানিয়েছেন, সিনেমাটির অন্যতম প্রযোজক আব্দুল আজিজ।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা শনিবার বিকেল দীর্ঘদিন ধরে আটকে আছে সেন্সর বোর্ডের আপিল বিভাগে। কেন আটকে আছে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য জানায়নি কর্তৃপক্ষ।

গত সেপ্টেম্বরে সিনেমাটিকে মুক্ত করার জন্য তুমুল আলোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে কথা বলেন সংস্কৃতিজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, নির্মাতা মোরশেদুল ইসলামসহ বেশ কয়েকজন শিল্পী, কলাকুশলী।

এবার জানা গেছে শনিবার বিকেল নিয়ে আসতে যাচ্ছে সুখবর। সিনেমাটির সেন্সর ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে চলতি সপ্তাহেই। বিষয়টি নিউজবাংলাকে জানিয়েছেন, সিনেমাটির অন্যতম প্রযোজক আব্দুল আজিজ।

শনিবার রাতে স্টার সিনেপ্লেক্সের একটি আয়োজনে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সেখানেই তার সঙ্গে কথা হয় নিউজবাংলার।

আজিজ বলেন, ‘শনিবার বিকেল সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়ে যাবে আশা করছি। একটি কাগজে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর স্বাক্ষর লাগবে। সেটি এখন তার টেবিলেই রয়েছে। আশা করছি এ সপ্তাহেই কাজটি হয়ে যাবে।’

পরিচালকের দাবি শনিবার বিকেল সিনেমাটি এক শটে ধারণ করা। তাই সিনেমাটিতে কোনো কিছু সংযোজন বিয়োজনের সুযোগ নেই। তবে সিনেমার শেষ অংশে অর্থাৎ সিনেমাটি শেষ হওয়ার পর কিছু কথা যুক্ত হতে পারে।

প্রযোজক জানান, স্মরণ বা শ্রদ্ধা জানানোর মতো কিছু বাক্য শেষে যোগ হতে পারে বা কিছু তথ্য প্রকাশ করা হতে পারে সিনেমার শেষাংশে।

জানা যায়, গুলশানের হলি আর্টিজান বেকারিতে ঘটা ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। দেশে সিনেমাটি এখনও প্রদর্শিত না হলেও মিউনিখ, মস্কো, সিডনি, বুসান, প্যারিসের ভেসুল ফিল্ম ফেস্টিভ্যালে শনিবার বিকেল প্রদর্শিত হয়েছে এবং পুরস্কৃতও হয়েছে।

বাংলাদেশ, ভারত ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেল। প্রযোজনায় আরও আছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং ভারতের শ্যাম সুন্দর দে।

এতে অভিনয় করেছেন অস্কার মনোনীত ওমর সিনেমার অভিনেতা ইয়াদ হুরানিসহ নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, ইরেশ জাকের, পরমব্রত চট্টোপাধ্যায়সহ অনেকে।

এ বিভাগের আরো খবর