বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রভাসের ‘আদিপুরুষ’ নিষিদ্ধের দাবি রাম মন্দিরের পুরোহিতের

  •    
  • ৬ অক্টোবর, ২০২২ ২০:০৮

অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাসের মতে, মহাকাব্যে রাম এবং হনুমানকে যেভাবে বর্ণিত করা হয়েছে টিজারটিতে সেভাবে হয়নি এবং তাদের মর্যাদা লঙ্ঘন করা হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার গত ২ অক্টোবর প্রকাশ পেয়েছে দক্ষিণী সুপারস্টার বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের আসন্ন সিনেমা আদিপুরুষ-এর টিজার। এরপর থেকেই ১ মিনিট ৪৭ সেকেন্ডের টিজারটি ও এর ভিএফএক্স নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছেন নির্মাতারা।

এদিকে এবার সিনেমাটি নিষিদ্ধের দাবি জানিয়েছেন অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তার দাবি, সিনেমাটিতে ভগবান বিষ্ণুর অবতার রামকে এবং হনুমান ও রাবণকে ভুলভাবে তুলে ধরা হয়েছে।

এ নিয়ে টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস বলেছেন, অবিলম্বে আদিপুরুষ নিষিদ্ধ করা হোক। কারণ এটি ভগবান রাম, হনুমান এবং রাবণকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

তার মতে, মহাকাব্যে রাম এবং হনুমানকে যেভাবে বর্ণিত করা হয়েছে টিজারটিতে সেভাবে হয়নি এবং তাদের মর্যাদা লঙ্ঘন করা হয়েছে।

এদিকে এ নিয়ে বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিং বলেছেন, এই ধরনের সিনেমা বানানো তো বেআইনি নয়। এই বিতর্কগুলো উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হচ্ছে।

ওম রাউত পরিচালিত আদিপুরুষ-এ রাম চরিত্রে প্রভাস, সীতার চরিত্রে কৃতি শ্যানন, রাবণের চরিত্রে সাইফ আলি খান এবং লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন সানি সিং। আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এ বিভাগের আরো খবর