গ্লোবাল ‘বিগ ফোর’ ফ্যাশন উইকের অন্যতম অংশ প্যারিস ফ্যাশন উইকে বাংলাদেশের নাম আলোকিত করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর মুকুটজয়ী তানজিয়া জামান মিথিলা।
বিখ্যাত এই ফ্যাশন উইকে এবার ছিলেন ১৯৯টি দেশের অংশগ্রহণকারী। এদের মধ্যে রয়েছে মডেল, ডিজাইনারসহ সংশ্লিষ্টরা। সেখানে মিথিলা হেঁটেছেন ডিজাইনার ল্যানিউ এবং পোশাকের ব্যান্ড পিতু কউচারের শো-স্টপার হয়ে।
নিউজবাংলার সঙ্গে আলাপকালে সেই অভিজ্ঞতায় জানালেন মডেল ও অভিনেত্রী মিথিলা।
মিথিলা বলেন, ‘একজন মডেল হিসেবে আমার তো সব সময়ই ইচ্ছা ছিল প্যারিস ফ্যাশন উইকে যাবো, মিলান ফ্যাশন উইকে যাবো, এটা সব মডেলের ড্রিম। প্যারিস ফ্যাশন উইকে আমার আগে থেকেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওভাবে সুযোগ হয়নি, প্রপার লিংক পাইনি। ভিসার ইস্যুও থাকে। বেসিক্যালি তারা আমাকে ইনভাইটেশন পাঠিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশের মাধ্যমে।’
তিনি বলেন, ‘আমার যে ন্যাশনাল ডিরেক্টর (মিস ইউনিভার্স বাংলাদেশের) আছেন উনি কীভাবে যেন এগুলো বের করেছেন। কারণ প্যারিসে এখন ফ্যাশন উইকে অনেক শো-এ ইনফ্লুয়েন্সার যারা বা যাদের অনেক ফ্যান ফলোয়ার্স আছে ওরা ওয়াক করে।
‘আমি যেহেতু এখন পর্যন্ত আমাদের দেশের মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার। আমার পরে তো এখনও কেউ আসেননি। এ জন্য যখন মিস ইউনিভার্সের সঙ্গে যোগাযোগ করেছে, তখন ন্যাশনাল ডিরেক্টর আমাকে পাঠিয়েছে।’
প্যারিসে যাওয়ার ব্যবস্থা এবং সেখানের আয়োজন নিয়ে মিথিলা বলেন, ‘ওখানে যাওয়ার আগে আমি বুঝতে পারিনি শোটি এতো অ্যারেঞ্জ করে হবে। ফ্যারিস ফ্যাশন উইক থেকেই আমাকে সব কিছু দিয়েছে। যাওয়া-আসার টিকিট, সেখানে থাকার হোটেল সব।’
ব্যাকস্টেজে ফ্যাশন উইকে হাঁটার অনুশীলন করছেন মিথিলা। ছবি: সংগৃহীত
এর আগে বাংলাদেশ থেকে কেউ প্যারিস ফ্যাশন উইকে হেঁটেছেন কিনা তা জানতে গুগলে সার্চ করে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সেই হিসেবে মিথিলাই বাংলাদেশের হয়ে প্রথম হাঁটলেন বিখ্যাত এই ফ্যাশন ইউকে।
এ নিয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি যতদূর জানি অনেক আগে, ২০-৩০ বছর আগে মনে হয় একজন মডেল হেঁটেছেন, শাওন আপু (শাওন)। কিন্তু আমি শিওর না উনি প্যারিস ফ্যাশন উইকে হেঁটেছেন কিনা। আমি সঠিক তথ্যটা নিতে পারছি না, আমি পার্সোনালি তাকে চিনিনা, আর আমি জানিও না উনি এখন কোথায় আছেন।’
সেখানে হাঁটার অভিজ্ঞতা বর্ণনা করে মিথিলা বলেন, ‘অভিজ্ঞতা যদি বলি, আমাদের দেশের মানুষকে আমরা কতটা মূল্য দেই জানি না। এন্টারটেইনমেন্ট জগতে যারা কাজ করি, আমাদের কিন্তু ক্যালিভার আছে, আমাদের গোল আছে অনেক।
‘আমার কিন্তু সেখানে শো-স্টপার হওয়ার কথা ছিল না, মানে ডিজাইনারের সঙ্গে হাঁটবার কথা ছিল না। কিন্তু উনি আমার হাঁটা আমার কনফিডেন্স দেখে একদম লাস্ট মোমেন্টে বলেছেন- ইউ ক্যান ওয়াক উইথ মি।’
ডিজাইনার ল্যানিউয়ের (মাঝে) সঙ্গে হাঁটছেন মিথিলা (বাঁয়ে)। ছবি: সংগৃহীত
ডিজাইনারের আরেকজন শো-স্টপার নিয়ে হাঁটবার কথা ছিল উল্লেখ করে এই মিস ইউনিভার্স বাংলাদেশ আরও বলেন, ‘ব্যাকস্টেজ থেকে ডিজাইনাররা দেখতে পারে কে কীভাবে হাঁটছেন। কোন মডেল কীভাবে হাঁটছেন, সেটা অবশ্য সব শো তেই থাকে। তো উনি সেটা দেখবার পরে লাস্ট সময়ে গিয়ে আমাকে বলেছে, তুমি আমার সঙ্গে চলো। কারণ ডিজাইনারের একটা লাইন ছিল, ওই লাইনে হোয়াইট কালারের কাপড় যে পরেছিল সে শো-স্টপার হয়ে হাঁটবে, কিন্তু উনি আমাকে অ্যাড করেছেন। পরে দুজন এক সঙ্গে হেঁটেছি।’
View this post on InstagramA post shared by Tangia Zaman Methila (@tanjia.methela)
প্যারিস ফ্যাশন উইক-২০২২ এ অংশ নিতে গত ২৩ সেপ্টেম্বর প্যারিস যান মিথিলা। সেখানে তিনি শো-স্টপার হিসেবে হেঁটেছেন ২৯ সেপ্টেম্বর।
এদিকে আগামী বছর মার্চে প্যারিসেই আরেকটি বড় ফ্যাশন ইভেন্টে যোগ দেবেন বলেও জানান দেশের খ্যাতিমান এই মডেল-অভিনেত্রী।