‘যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে’- বাক্যটি শুনলেই একরকম অনুভূতি এসে ভর করে। তীব্র বিরহেও যেন মনের মানুষটি তাকে ভুলে না যায়, এ আকুতি সে জানাতে চায়, কিন্তু কীভাবে জানাবে, তাদের মাঝে দূরত্ব অনেক।
তাই তো নিরুপায় হয়ে তারা সাহায্য নিতে চায় পাখির কাছে। যে কি না উড়ে গিয়ে প্রিয় মানুষটিকে বলতে পারবে তার মনের অবস্থা।
আরও নানাভাবে ‘যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে’- বাক্যটি ধরা দিতে পারে মানুষের মনে। তবে ভালোবাসা ভুলে না যাওয়ার আকুতির অনুভূতিটি শ্বাশত।
এ বাক্যাটির একটি অংশ ‘যাও পাখি বলো তারে’। এ অংশটি রাখা হয়েছে সিনেমার নাম হিসেবে। বাক্যটি পড়লে যে অনুভূতির সৃষ্টি হয়, সিনেমাটিও সেরকম বলে জানিয়েছেন সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
মঙ্গলবার ছিল সিনেমার সংবাদ সম্মেলন। আয়োজনে পরিচালক বলেন, ‘এ সিনেমাটি একটি বিশুদ্ধ প্রেমের সিনেমা। অন্যরকম বন্ধুত্ব ও ভালোবাসার গল্প দেখবেন দর্শক। একজন দর্শকও যদি সিনেমাটি দেখে তাহলে তাদের মন ছুঁয়ে যাবে।’
মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিনেমার পরিচালক, কলাকুশলী ও অতিথিরা। ছবি: সংগৃহীত
৭ অক্টোবর দেশের ৩০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যাও পাখি বলো তারে। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক আদর আজাদ, শিপন মিত্র।
ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটিতে মজনু চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ। লাভলী চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি।
পরিচালক আরও জানান, সিনেমাটিতে ট্র্যাজেডি আছে, তবে একে ট্র্যাজিক সিনেমা বলা যাবে না।
ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, মিলি বাশার, লাবণ্য প্রমুখ। সিনেমাটির নির্বাহী প্রযোজক তমালিকা আকরাম।
জাহিদ হাসান অভির দি অভি কথাচিত্র পরিবেশিত যাও পাখি বলো তারে সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। এর গান লিখেছেন সুদীপ কুমার দীপ, এ মিজান ও সঞ্জীবন চক্রবর্তী। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন ইমন সাহা। সিনেমাটির লাইন প্রযোজক হিসেবে আছেন ইমদাদুল ইসলাম যিকরান।