চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের প্রায় সব সিনেমায় মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। তবে ভিন্ন কথা জানা গেল তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটির প্রথম সিনেমা ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা নিয়ে।
সিনেমাটির পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানালেন, আয়ের বিচারে এই বছরে বিশ্বব্যাপী হিন্দি সিনেমার মধ্যে এক নম্বরে রয়েছে ব্রহ্মাস্ত্র।
ইনস্টাগ্রামের এক পোস্টে মঙ্গলবার এ তথ্য জানান পরিচালক। নবমীর দিনে সিনেমাটির একটি পোস্টার পোস্ট করে তিনি জানান, ২৫ দিনে বিশ্বব্যাপী ৪২৫ কোটি রুপি আয় করছে ব্রহ্মাস্ত্র।
সেই পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, ‘২০২২ সালের এক নম্বর বিশ্বব্যাপী হিন্দি সিনেমা। ধন্যবাদ! শুভ নবমী সবাইকে! কৃতজ্ঞতা।’
View this post on InstagramA post shared by Ayan Mukerji (@ayan_mukerji)
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, হিন্দি ভাষার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ব্রহ্মাস্ত্র। এর বাজেট ৪১০ কোটি রুপি।
এ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আয়ের পরিসংখ্যানে পাশাপাশি সিনেমাটির বাজেট নিয়েও রয়েছে বিতর্ক।
অয়ন-রণবীর দুজনেই সম্প্রতি বলেছেন, বাজেটের অনুমান করা অঙ্কটি কেবল এই চলচ্চিত্রের জন্য নয়, ব্রহ্মাস্ত্রের আগামী পর্বের প্রাক-প্রোডাকশনেও বিনিয়োগ করা হয়েছে।
এই সিনেমাকে কোনোভাবেই ব্যবসা সফল বলে মনে করেন না অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি দাবি করেছেন, ব্রহ্মাস্ত্রের বাজেট ৬০০ কোটি রুপিরও বেশি হয়েছে। তবে এই তথ্যের উৎস জানাননি তিনি।
এর আগে ব্রহ্মাস্ত্রের আয়ের পরিসংখ্যান নিয়ে পরিচালক-লেখক ইরে মৃদুলা ক্যাথারের টুইট শেয়ার করেছিলেন কঙ্গনা।
সেখানে ব্রহ্মাস্ত্রের বক্স অফিস আয়ের পরিসংখ্যানকে ৬০ থেকে ৭০ শতাংশই ভুয়া দাবি করেছিলেন ইরে মৃদুলা।
সেই টুইটটি ইনস্টগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা লিখেছিলেন, ‘বাহ! এটা একটা নতুন নিম্ন স্তর… ৭০ শতাংশ।’
সম্প্রতি এক অনুষ্ঠানে অয়ন স্বীকার করেছেন, প্রথম শিডিউলে ক্লাইম্যাক্স শুট করার পরে ফিল্মের ভিজ্যুয়াল ইফেক্ট বাজেট তিনগুণ বেড়েছে। তিনি বলেছিলেন, সিনেমাটিতে কাজ করা ভিজ্যুয়াল ইফেক্ট হাউসগুলোসহ কেউ এটি প্রত্যাশা করেনি।
গত ৯ সেপ্টেম্বরে মুক্তির পেয়েছে ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা। রণবীর-আলিয়া ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুনসহ অনেকে। এছাড়াও অতিথি চরিত্রে রয়েছেন শাহরুখ খান।