বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিথ্যা নিউজ করবেন না: তানজিন তিশা

  •    
  • ৫ অক্টোবর, ২০২২ ১১:০৫

তানজিন তিশা লেখেন, ‘আমি যদি সিনেমা করি সেটা তো সুখবর! আর আমি যদি কখনও সিনেমা করি তা সবাইকে জানিয়ে করব। আশা করি কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ।’

দেশীয় নাটকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা তাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেছেন। মঙ্গলবার রাতে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখে এ অনুরোধ জানান।

তানজিন তিশা লেখেন, ‘আমি যদি সিনেমা করি সেটা তো সুখবর! আর আমি যদি কখনও সিনেমা করি তা সবাইকে জানিয়ে করব। আশা করি কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না। সবাইকে ধন্যবাদ।’

মঙ্গলবার সকালে নিজেদের নতুন সিনেমার ঘোষণা দেন অভিনেতা শাকিব খান, পরিচালক রায়হান রাফি এবং প্রযোজক টপি খান। তবে সিনেমার নাম ও নায়িকার নাম অপ্রকাশিত রাখেন তারা।

সেদিনই সন্ধ্যা থেকে চলচ্চিত্র সম্পর্কিত ফেসবুকের কিছু গ্রুপে চাউর হয়, শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তানজিন তিশা। এমনকি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় সংবাদ।

মূলত এসবের পরই তানজিন তিশা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছেন।

নায়িকা প্রসঙ্গে মঙ্গলবার রাফি নিউজবাংলাকে বলেছিলেন, ‘নায়িকা নিয়ে এটুকু বলতে পারি, তিনি আমার সঙ্গে বা শাকিব ভাইয়ের সঙ্গে এর আগে কাজ করেননি।’

সিনেমার শুটিং ডিসেম্বরে হবে বলে জানান রাফি। সাইকোথ্রিলার গল্প এটি, থাকবে রোমান্টিক, অ্যাকশন, ড্রামা। টপি খান ও মনিরুজ্জামানের সঙ্গে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসও সিনেমাটির প্রযোজনায় আছে।

এ বিভাগের আরো খবর