সন্তানের খবর প্রকাশের পর একসঙ্গে লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিংয়ে ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা বুবলী।
শনিবার থেকে এ জুটি শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক তপু খান।
নিউজবাংলাকে শুক্রবার তপু বলেন, ‘আমাদের সিনেমার শুধু একটি গানের শুটিং বাকি আছে। প্রস্তুতি সব শেষ হয়েছে।
‘আগামীকাল (শনিবার) থেকে তারা শুটিং করবেন। শুক্রবার জুমার নামাজের পর গিয়ে ভাইয়ার (শাকিব খান) লুক সেট করব।’
বৃহস্পতিবারই গানটির জন্য বুবলীর পোশাক ঠিক করা হয়েছে বলেও জানান পরিচালক।
দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।
২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিং। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল।
শুধু একটি গান বাদে সাড়ে তিন মাসেই সিনেমাটির শুটিং শেষ হয়ে গিয়েছিল বলে জানান পরিচালক তপু।
তিনি বলেন, ‘পরবর্তী সময়ে লকডাউনসহ নানা রকম কারণে গানটির শুটিং করা হয়নি। গানটি শেষ করেই মুক্তির প্রস্তুতি নেয়া হবে।’
এদিকে নানা জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী।
সন্তানের বাবা হিসেবে শাকিব খানের নাম জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। পরে একই ধরনের পোস্ট দিয়ে সন্তানের স্বীকৃতি দেন শাকিবও।