বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নভেম্বরে ‘শকুন্তলা’ রূপে দেখা দেবেন সামান্থা

  •    
  • ২৪ সেপ্টেম্বর, ২০২২ ১৩:৫৭

মহাকবি কালিদাসের রচনা ‘অভিজ্ঞানাশকুন্তলম’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘শকুন্তলম’। সামান্থা এই বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেন।

অবশেষে ঘোষণা হলো ভারতের দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক সিনেমা শকুন্তলম-এর মুক্তির দিন। ঘোষণা দিয়েছেন অভিনেত্রী নিজেই।

ইনস্টাগ্রামে শকুন্তলম-এর একটি পোস্টার পোস্ট করে সামান্থা লেখেন, ‘এটি ৪ নভেম্বর।’

পোস্টারে দেখা যায়, সারা গায়ে সোনার সাজে প্যাস্টেল রঙের পোশাকে সামান্থাকে শকুন্তলার মতো রাজকীয় দেখাচ্ছে। সঙ্গে রয়েছেন রাজা দুষ্যন্ত চরিত্রে অভিনয় করা দেব মোহন।

শকুন্তলম-এর পোস্টারে সামান্থা ও দেব মোহন। ছবি: সংগৃহীত

মহাকবি কালিদাসের রচনা ‘অভিজ্ঞানাশকুন্তলম’ অবলম্বনে নির্মিত হয়েছে শকুন্তলম। তেলেগু ছাড়াও হিন্দি, মালায়লাম, তামিল এবং কন্নড় ভাষায় মুক্তি এটি।

সামান্থা এই বছরের ফেব্রুয়ারিতে শকুন্তলম- ফার্স্ট লুক প্রকাশ করেন। ছবিতে সাদা পোশাক পরা সামান্থা হরিণ, ময়ূর এবং রাজহাঁস দ্বারা পরিবেষ্টিত।

ক্যাপশনে তিনি লেখেন, ‘তুলে ধরছি...প্রকৃতির প্রিয়...স্বর্গীয় ও প্রশান্ত…শকুন্তলম থেকে শকুন্তলা।’

ইনস্টাগ্রামে সামান্থার পোস্ট করা শকুন্তলম-এর ফার্স্ট লুক। ছবি: সংগৃহীত

শকুন্তলম পরিচালনা করেছেন গুণশেখর। এতে শচীন খেদেকর, অনন্যা নাগাল্লা, মোহন বাবু, গৌতমী এবং অদিতি বালানও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।

এ ছাড়াও সিনেমাটিতে আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা পর্দায় আত্মপ্রকাশ করছে। এতে তাকে দেখা যাবে প্রিন্স ভরত চরিত্রে।

এ বিভাগের আরো খবর