দেশের ২৫ টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে প্রতীক্ষিত সিনেমা অপারেশন সুন্দরবন। এদিন দুপুরে রাজধানীর শ্যামলী সিনেমা হলে আসেন সিনেমার অন্যতম দুই অভিনেতা সিয়াম আহমেদ ও জিয়াউল রোশান।
সিনেমাটি নিয়ে সাংবাদিকদের সামনে নিজের অনুভূতি ব্যক্ত করেন সিয়াম। তিনি বলেন, ‘আমাদের এতো দিনের জার্নি, এতো দিনের যে পরিশ্রম আমাদের সেটা আমার মনে হয় আজকের দিনের জন্য। আজকে আমরা দর্শকদের ফিডব্যক দেখতে চাই। সিনেমাটা তাদের জন্য বানানো, তাদের কেমন লাগছে?
‘আমি এখনও বলব এই সিনেমা বাসায় বসে দেখার সিনেমা নয়, এটা সিনেমা হলে এসে ফ্যামিলি নিয়ে এনজয় করার সিনেমা। আমি অবশ্যই দেখতে চাই যে দর্শকরা কি বলছে, তাদের কি ফিডব্যাক। তাদের কোনটা বেশি ভালো লাগছে, কোনটা কম ভালো লাগছে সব কিছু জানতে চাই।’
সিয়াম আসার আগে দুপুর ২টা ২০ মিনিটের দিকে শ্যামলী সিনেমা হলে শেষ হয় সিনেমাটির প্রথম শো। সিনেমা দেখে হল থেকে বের হওয়া কয়েকজন দর্শকের প্রতিক্রিয়া জানতে চায় নিউজবাংলা।
আদাবর থেকে সিনেমা দেখতে আসা এক দম্পতি বলেন, ‘অপারেশন সুন্দরবন নাম শুনে আমরা যেমন বাস্তব বিষয় আশা করে এসেছিলাম তেমনটি লাগেনি। সিনেমা হিসেবে যদি বলি তাহলে সব মিলিয়ে মোটামুটি ভালোই।’
শ্যামলীর স্থানীয় এক যুবক রাহাত এসেছিলেন তার এক বন্ধুর সঙ্গে সিনেমাটি দেখতে। কেমন লাগলো জানতে এক কথায় তিনি বলেন, ‘ভালোই’।
এদিকে শো শেষের পরে প্রেক্ষাগৃহ থেকে খুব বেশি সংখ্যক দর্শক বের হতে দেখা যায় নি। টিকিট কাউন্টারের একজন টিকেট বিক্রেতার কাছে প্রথম শো তে কেমন দর্শক হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘মোটামুটি’।
সিয়াম-রোশান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, নুসরাত ফারিয়া, দর্শনা বণিক, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, তাসকিন রহমান, মনোজ প্রামাণিকসহ অনেকে।