বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১৫ বছর পর অভিনয়ে দোদুল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ সেপ্টেম্বর, ২০২২ ১৬:২৭

অভিনয়ে ফেরা প্রসঙ্গে দোদুল বলেন, ‘নিজের আগ্রহতেই এবার অভিনয়ে ফিরেছি। অভিনয়কে ভালোবেসেই মিডিয়ায় নাম লিখিয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে স্থায়ী হতে পারিনি। এরপর নির্মাণে ব্যস্ত হয়ে যাই। মাঝেমধ্যে অনুরোধে কাজ করলেও এবার সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিয়মিত কাজ করব।’

দীর্ঘ ১৫ বছরের বিরতি শেষে আবারও অভিনয়ে ফিরলেন নির্মাতা, লেখক ও অভিনেতা সাজ্জাদ হোসেন দোদুল। এই দীর্ঘ বিরতিতে তিনি ব্যস্ত ছিলেন নির্মাণে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ বছর পর নিজের পরিচালিত ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ে ফিরলেন দোদুল। নতুন এই ধারাবাহিকের নাম মুসা। ২ আগস্ট থেকে ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হয়েছে বৈশাখী টিভিতে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে দোদুল বলেন, ‘নিজের আগ্রহতেই এবার অভিনয়ে ফিরেছি। অভিনয়কে ভালোবেসেই মিডিয়ায় নাম লিখিয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে স্থায়ী হতে পারিনি। এরপর নির্মাণে ব্যস্ত হয়ে যাই। মাঝেমধ্যে অনুরোধে কাজ করলেও এবার সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে নিয়মিত কাজ করব।’

মুসা ধারাবাহিকে রঘু চরিত্রে অভিনয় করেছেন দোদুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ধারাবাহিকের গল্পটি অপরাধ জগতের। নাটকটি লিখতে গিয়ে অনেক কিছু সম্পর্কে খোঁজখবর নিতে হয়েছিল। তবে এই গল্পে একেবারে সত্য ঘটনা উঠে না এলেও এক রকম তার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। রাজধানী শহর রঘুর কথায় চলে। এমনই একটি চ্যালেঞ্জিং চরিত্র দিয়ে অভিনয়ে ফিরলাম। আশা করছি, দর্শকদের ধারাবাহিক নাটকটি ও রঘু চরিত্র পছন্দ হবে।’

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত দীর্ঘ ধারাবাহিক নাটকে আরও অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, শম্পা রেজা, শামীমা নাজনীন, সুব্রত, মিলন ভট্টাচার্য, ইমতু রাতিশ, সাব্বির আহমেদ, নাইরুজ সিফাত, জেবা জান্নাত।

এ বিভাগের আরো খবর