শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমা বীরত্ব। শুরুটা ভালোই হয়েছে বলে মনে করছেন এর নির্মাতা সাইদুল ইসলাম রানা। শুক্রবার রাজধানীর তিনটি প্রেক্ষাগৃহে ঘুরে এমটা মনে করছেন তিনি।
শনিবার দুপুরে নিউজবাংলাকে তিনি জানান, তাদের দেখা তিনটি প্রেক্ষাগৃহের দুটিতেই দর্শক ছিল হাউসফুল। যেটি পরিচালকের কাছে অনেক বড় পাওয়া।
রানা নিউজবাংলাকে বলেন, ‘আমরা শুক্রবার বিকেল সাড়ে ৫টার সময় ছিলাম ব্লকবাস্টার সিনেমাসে। সেখানকার দর্শকরা যে বাংলা সিনেমা বেশি দেখেন, এমন না। তার পরও সেখানে আমরা সেই সময়ের শোতে অর্ধেকের বেশি দর্শক দেখেছি।’
পরিচালকসহ সিনেমার শিল্পী ইমন, সালওয়া ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন সেখানে। তারা সবাই মিলে রাজধানীর চিত্রামহলে যান ৬টার শোতে।
রানা বলেন, ‘আমরা চিত্রামহলে গিয়ে দেখলাম, একটি শো শেষ হচ্ছে। সেই শোতে অনেক দর্শক ছিলেন। যারা বেরিয়ে আসছিলেন, তাদের সিনেমাটি ভালো লেগেছে বলেই জানালেন। আরেকটা শো যখন শুরু হয়, তখন আরও বেশি ভালো লাগল। কারণ সেই শোটা হাউসফুল হলো। সিঙ্গেল স্ক্রিনে শো হাউসফুল হওয়া বড় ব্যাপার।’
রানা জানান, তাদের সিনেমাটি আগে থেকেই যে তুমুল আলোচনায় ছিল এমন না। তার পরও দর্শকদের এমন সাড়াকে বড় প্রাপ্তি বলে মনে করছেন তিনি।
চিত্রামহল থেকে বীরত্ব টিম যায় স্টার সিনেপ্লেক্সে। রানা জানান, তারা ভেবেছিলেন, সবাই মিলে টিকিট কেটে সিনেমা দেখবেন। কিন্তু টিকিট পাননি তারা। ঘটনাটি খানিকটা কষ্ট দিলেও আনন্দই বেশি দিয়েছে রানাকে।
তিনি বলেন, ‘সিঙ্গেল স্ক্রিনের পর যে মাল্টিপ্লেক্সেও হাউসফুল হবে বীরত্ব, এটা ভাবিনি। এটা সত্যিই অনেক বড় পাওয়া আমাদের জন্য।’
শনিবার সাড়ে ৬টায় রাজধানীর সনি স্কয়ারে যাবেন বলে নিউজবাংলাকে জানান সাইদুল ইসলাম রানা।
বীরত্ব সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। এ ছাড়া অভিনেত্রী সালওয়া অভিষিক্ত হয়েছেন এ সিনেমার মাধ্যমে। সিনেমায় অভিনয় করেছেন ইমন, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, নিপুণসহ অনেকে।